English Version
আপডেট : ১৪ জুলাই, ২০২২ ০০:১২

১০৮ রানেই শেষ ওয়েস্ট ইন্ডিজ

অনলাইন ডেস্ক
১০৮ রানেই শেষ ওয়েস্ট ইন্ডিজ

প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডেতেও বাংলাদেশের বোলারদের সামনে খাবি খেল ওয়েস্ট ইন্ডিজ। নাসুম-মিরাজদের তোপে ১০৮ রানেই গুটিয়ে গেল স্বাগতিক দল। 

শেষের ব্যাটসম্যানরা কিছু রান যোগ করতে না পারলে আরো আগেই অলআউট হয়ে যেত পুরানের দল। শেষ পর্যন্ত ১০৮ রানে থেমেছে তারা। ওয়ানডে সিরিজ জিততে বাংলাদেশের চাই মাত্র ১০৯ রান। বল হাতে মিরাজ ৪ উইকেট নাসুম ৩ উইকেট আর মোসাদ্দেক ও শরিফুল একটি করে উইকেট নিয়েছেন। 

অনেকক্ষণ ধরে ক্রিজ আঁকড়ে পড়ে থাকা ব্রেন্ডন কিং ধৈর্য ধরে রাখতে পারলেন না আর, ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে গেলেন মেহেদী হাসান মিরাজকে। যা হওয়ার, তাই হলো! মিস করে গিয়ে বোল্ড হলেন তিনি, ৪৪ বল খেলে ১৩ রান করে।  

ঠিক পরের বলেই ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে আরেকটি উইকেট। ধস নামলে একটি রানআউট থাকবে, অলিখিত এ রীতি মেনে ফিরে গেলেন আকিল হোসেন। নতুন ব্যাটসম্যান কিমো পল ফাইন লেগ থেকে সিঙ্গেল চুরি করতে গিয়েছিলেন, তবে স্ট্রাইক প্রান্তে সময়মতো ফিরতে পারেননি আকিল। টানা দ্বিতীয় ম্যাচে রানআউট হয়ে ফিরলেন আকিল। ৭২ রানে দাঁড়িয়ে সপ্তম উইকেটটিও হারাল ওয়েস্ট ইন্ডিজ।

মায়ার্সের বিদায়পাওয়ার প্লে শেষ হওয়ার পর ১১তম ওভারেই উইকেট এনে দিলেন মোসাদ্দেক। তার অফ ব্রেক বল বুঝতেই পারেননি বাহাতি মায়ার্স। সরাসরি হলেন বোল্ড। মায়ার্স ফিরলেন ৩৬ বলে ১৭ রান করে।

ব্রুকসকে বোল্ড করলেন নাসুমএরপর ব্রুকসকে বোল্ড করলেন নাসুম আহমেদ। হাসতে হাসতে রিভিউয়ের সংকেত দেখাচ্ছিলেন নাসুম আহমেদ। এটিই আসলে বলে দেয় অনেক কিছু! রিভিউ এর আগে তিন বার প্রথম ওয়ানডে উইকেট থেকে বঞ্চিত করেছে নাসুমকে, এবার  বাংলাদেশের বাঁহাতি স্পিনার রিভিউয়ের সুযোগ রাখলেন না। শামার ব্রুকস হলেন বোল্ড! 

লাইন ধরে রাখা বলটি পুরোপুরি মিস করে গেছেন ব্রুকস। নাসুম পেয়েছেন প্রথম ওয়ানডে উইকেট, ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে ইনিংসে দ্বিতীয়টি, ৩৯ রানের মাথায়।

শাই হোপকেও ফেরালেন নাসুমপ্রথম ওয়ানডে উইকেটটি পেতে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে নাসুম আহমেদকে। প্রথমটি পাওয়ার পর দ্বিতীয়টি পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না তাকে। আক্রমণের পথ বেছে নিয়েছিলেন হোপ, স্লগ সুইপ করতে গিয়ে খাড়া আকাশে তুলেছেন বল। শর্ট মিডউইকেট থেকে একটু পেছনে গিয়ে ক্যাচ নিতে ভুল করেননি মোসাদ্দেক হোসেন। ৫ রানের ব্যবধানে ২ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ। 

অধিনায়ক পুরানও বোল্ড নাসুমের বলেক্যারিবিয়দের হতাশায় ডোবালেন অধিনায়ক পুরান। নেমেই নাসুমের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে হলেন বোল্ড। ফিরলেন শূন্য রানে।