English Version
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ০৬:৩১

শেষ দিনেও কেউ কিনলো না সাকিবকে

অনলাইন ডেস্ক
শেষ দিনেও কেউ কিনলো না সাকিবকে

আইপিএলের পঞ্চদশ আসরের মেগা নিলামের দ্বিতীয় দিন চলছে। গতকাল শনিবার প্রথম দিনে সাকিব আল হাসানের নাম নিলামে উঠলেও কোনো দল তার প্রতি আগ্রহ দেখায়নি। আজ শেষ মুহূর্তে ফের তার নাম ওঠানো হয় নিলামে। ফলাফল একই।

২০১১ সালের পর এই প্রথম আইপিএলে দুই দফা নিলাম শেষেও দল পেলেন না সাকিব! এর আগে ২০২০ আইপিএলে নিষেধাজ্ঞার কারণে তার আইপিএল খেলা হয়নি। পরের বছর আবারও তাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এ ছাড়া ২০১৩ সালে চোটের কারণে তিনি আইপিএল খেলেননি।

সাকিবের অনুপস্থিতিতে এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজুর রহমান। গতবার রাজস্থান রয়্যালসে খেলা দ্য ফিজকে এবার ভিত্তিমূল্য দুই কোটি রুপিতে প্রথম ডাকেই দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম আর লিটন দাসের নাম নিলামে ডাকাই হয়নি।