English Version
আপডেট : ২৪ জানুয়ারি, ২০২২ ১৭:১৮

আইসিসি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হলেন যিনি

অনলাইন ডেস্ক
আইসিসি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হলেন যিনি

গতকাল আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের নাম জানিয়েছিল আইসিসি। একদিন পর বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের নামও জানিয়ে দিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যেই পুরস্কারও পাকিস্তানের ক্রিকেটারের দখলেই গেল। 

বাংলাদেশের সাকিব আল হাসান, দক্ষিণ আফ্রিকার জানেমান মালান ও আয়ারল্যান্ডের পল স্টার্লিংকে পেছনে ফেলে ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কও নির্বাচিত হয়েছেন পাকিস্তান দলপতি। বাবর আজম অবশ্য ২০২১ সালে মাত্র ৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। তাতে ৬৭.৫০ গড়ে করেছেন ৪০৫ রান করেন। যেখানে দুটি সেঞ্চুরি ছিল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বাবর আজম দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। রান করেছিলেন ২২৮টি। পাকিস্তান ২-১ ব্যবধানে সিরিজে জিতেছিল। যে দুটি ম্যাচ পাকিস্তান জিতেছিল, দুটিতেই বাবর হয়েছিলেন ম্যাচসেরা।

এরপর ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান ৩-০ ব্যবধানে সিরিজ হারে। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে একাই লড়াই করেন বাবর। তিন ম্যাচে করেন ১৭৭ রান।