English Version
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২১ ১৮:২৩

বিশাল জয়ে সেমিতে এক পা টাইগারদের

অনলাইন ডেস্ক
বিশাল জয়ে সেমিতে এক পা টাইগারদের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কুয়েতকে রীতিমতো বিধ্বস্ত করেছে বাংলাদেশ। ২২৭ রানের জয়ে সেমিফাইনালও প্রায় নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশের যুবারা।

পরপর দুই ম্যাচে বাংলাদেশের বিশাল দুইটি জয় সেমির সমীকরণ সহজ করেছে। রোববার নেপাল ও শ্রীলঙ্কার ম্যাচে নেপাল হারলে গ্রুপের শেষ ম্যাচ খেলার আগেই সেমির টিকিট পাবে বাংলাদেশ। অন্যথায় অপেক্ষা করতে হবে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের জন্য।

শারজায় টস হেরে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৯১ রান সংগ্রহ করে বাংলাদেশ। ওপেনার মাহফিজুল ইসলাম ১১৯ বলের মোকাবেলায় করেন ১১২ রান, হাঁকান ১২টি চার ও ৪টি ছক্কা। মাহফিজুলের শতকের দিনে ঝড়ো ইনিংস খেলেন এস এম মেহরব হোসেন। ২৪ বলের মোকাবেলায় ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪২ রান করেন তিনি।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে কুয়েতের শুরুটা মোটেও ভালো হয়নি। শ্লথ রানের গতি শুরু থেকেই ভুগিয়েছে দলটিকে। পঞ্চম ওভারে দলীয় ৫ রানে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন মুশফিক হাসান। এরপর একে একে উইকেট হারাতে থাকে কুয়েত। শেষ পর্যন্ত ৬৪ রানেই অলআউট হয়ে যায় দলটি। ৫২ বলে ২৬ রান করে একাই লড়ছেন ওপেনার মিত ভভসার। 

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রিপন মন্ডল। এছাড়া রাকিবুল হাসান ও এসএম মেহরব হাসান নেন ২টি করে উইকেট।