English Version
আপডেট : ৩ আগস্ট, ২০২১ ১৬:২৩

ড্রেসিংরুমে খাবার জুটবে না সাকিব-স্টার্কদের

অনলাইন ডেস্ক
ড্রেসিংরুমে খাবার জুটবে না সাকিব-স্টার্কদের

এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার সব শর্তই মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রতিটি ক্ষেত্রে যেহেতু শর্ত আছে। খাবারের বেলায় কেন নয়? ম্যাচ চলাকালীন তাই দুই দলের খাবারেও থাকছে বিধিনিষেধ।

দুই দলের লড়াই চলাকালীন ড্রেসিংরুমে থাকবে না বাইরের খাবার। হোটেল থেকে সঙ্গে করে হালকা খাবার নিয়ে আসবেন সাকিব আল হাসান, মিচেল স্টার্করা। বাংলাদেশে আন্তর্জাতিক সিরিজ চলাকালীন বেশিরভাগ সময় খাবার আসে পাঁচ তারকা হোটেল বা নামী কোনো রেস্টুরেন্ট থেকে। 

কিন্তু এবার করোনা ঝুঁকির কথা মাথায় রেখে অজিদের চাওয়া অনুযায়ী বাইরে থেকে খাবার আনার অনুমতি নেই। এমনকি দুই দলের খেলোয়াড়রা যে হোটেলে আছেন, সেখানেও খাবারের বিষয়ে আছে বেশ কড়াকড়ি নিয়ম। অস্ট্রেলিয়া দল তো নিজেদের সঙ্গে শেফও নিয়ে এসেছে।

শর্ত অনুযায়ী হোটেলেই জিমের ব্যবস্থা করা হয়েছে সফরকারীদের জন্য। পুরো হোটেল ভাড়া নিলেও আলাদা সুইমিংপুল ব্যবহার করছেন অজিরা। এমনকি হোটেলকর্মীদের কোনো সাহায্যই নিচ্ছেন না স্টার্ক-ওয়েডরা। হোটেলে নিজেদের কক্ষ, শৌচাগার সবই অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা নিজেরা পরিষ্কার করছেন।