English Version
আপডেট : ১ আগস্ট, ২০২১ ১৮:০০

মিরপুরের উইকেট দেখে যা বলল অস্ট্রেলিয়ার স্পিনার

অনলাইন ডেস্ক
মিরপুরের উইকেট দেখে যা বলল অস্ট্রেলিয়ার স্পিনার

বাংলাদেশের বিপক্ষে মিরপুরের উইকেট দেখে খুশি অস্ট্রেলিয়ার স্পিনাররা। তাদের একজন অ্যাশটন টার্নার। ওয়েস্ট ইন্ডিজে সাফল্য পেয়েছেন, এবার বাংলাদেশেও তার চেয়ে বেশি করতে চান।

ওয়েস্ট ইন্ডিজের উইকেটের সাহায্য থাকায় বল হাতে টার্নার বেশ কার্যকরী ছিলেন। বাংলাদেশ সফরেও উইকেট থেকে বাঁক আদায় করে নেওয়ার আশা করছেন এই অস্ট্রেলীয় ক্রিকেটার। এক অনলাইন সংবাদ সম্মেলনে টার্নার বলছিলেন, ‘আমি রোমাঞ্চিত, প্রথমবার বাংলাদেশে এসেছি। ওয়েস্ট ইন্ডিজেও প্রথমবার সফর করে এলাম। এখানে যারা আগে খেলেছে, তাদের সঙ্গে কথা বলে যা বুঝলাম, ওয়েস্ট ইন্ডিজে যেসব উইকেটে খেলেছি, এখানে তার চেয়ে খুব ভিন্ন কিছু হবে না।’

এবারের বাংলাদেশ সফর টার্নারের জন্য আগামী অক্টোবর-নভেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়ার সুযোগ। ব্যাটিংয়ের সঙ্গে যদি অফ স্পিনটাও কাজে আসে, তাহলে হয়তো টার্নার টিকে যাবেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারের বিশ্বকাপ পরিকল্পনায়। টার্নার বলেন, ‘এখন এমন অনেক উইকেটেই খেলতে হবে, যেখানে স্পিন ধরে। স্পিনার হিসেবে আমি রোমাঞ্চিত যে এ রকম উইকেট পাব, যেখানে স্পিনারদের সহায়তা থাকে। অস্ট্রেলিয়ায় এটা সব সময় পাওয়া যায় না।’

স্পিনের বিপক্ষে ব্যাটিং পরীক্ষাও দিতে হবে টার্নারকে। সে জন্যও প্রস্তুত এই অস্ট্রেলীয় ব্যাটসম্যান, ‘ব্যাটসম্যান হিসেবেও আমরা জানি যে দারুণ কিছু স্পিনারদের মুখোমুখি হতে হবে আমাদের।’