English Version
আপডেট : ২৯ জুলাই, ২০২১ ১৭:২৮

কাতার বিশ্বকাপের শিরোপায় নজর দিওনা, এমবাপ্পেকে নেইমার

অনলাইন ডেস্ক
কাতার বিশ্বকাপের শিরোপায় নজর দিওনা, এমবাপ্পেকে নেইমার

প্রত্যেক ফুটবলারেরই স্বপ্ন থাকে অন্তত একবার বিশ্বকাপের ট্রফি ছুঁয়ে দেখা। কিন্তু কয়েজনেরই বা সেই স্বপ্ন পূরণ হয়। অনেকেই আক্ষেপ নিয়েই অবসরে চলে যান। এই যেমন বর্তমান সময়ের বিশ্বসেরা ফুটবলার হয়েও বিশ্বকাপের শিরোপা জেতা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির। 

তবে বর্তমান সময়ের আরেক উঠতি তারকা এমবাপ্পে মাত্র ১৯ বছরেই পেয়ে গেছেন সেই স্বাদ। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে আসরের সেরা উদীয়মান তারকা হয়েই চুমু খেয়েছেন বিশ্বকাপ শিরোপায়। এরপর তার সবচেয়ে বড় স্বপ্ন এখন পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা।

এরই মধ্যে পিএসজির হয়ে নতুন মৌসুমে মাঠে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছেন এমবাপ্পে-নেইমাররা। যার অংশ হিসেবে মৌসুম শুরুর আগে ক্লাবের অফিসিয়াল ম্যাগাজিনের জন্য নিজেদের মধ্যে মুখোমুখি সাক্ষাৎকারে সেরেছেন দুই তারকা। 

নেইমারকে প্রশ্ন করার আগে শুরুতেই সাংবাদিক হিসেবে নিজের অপরিপক্কতার কথা জানান এমবাপ্পে, ‘আমি খুব ভালো সাংবাদিক নই, তোমাকে কী জিজ্ঞেস করব নেইমার?’

এরপর তিনি প্রশ্ন করেন, ‘এখনও পর্যন্ত যা কিছু অর্জন করেছ, এরপর তোমার সবচেয়ে বড় স্বপ্ন কী?’ উত্তরে নেইমার বলেছেন, ‘আমার সবচেয়ে বড় স্বপ্ন, পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা এবং ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা।’

নিজের উত্তর দেয়ার পর নেইমার প্রশ্ন করেন, ‘এমবাপ্পে, তোমার জন্য সবচেয়ে বড় স্বপ্ন নিশ্চয়ই চ্যাম্পিয়নস লিগ জেতা, তাই নয়?’ হাসি দিয়ে এমবাপ্পে বলেন, ‘আরেকটা বিশ্বকাপও কেনো নয়?’ তখন ফ্রান্স তারকাকে থামিয়ে ব্রাজিল তারকা নেইমার জানান, পরের বিশ্বকাপটি তার। তাই এমবাপ্পে যেন বিশ্বকাপ বাদ দিয়ে সবচেয়ে বড় স্বপ্নের কথা বলেন। এমবাপ্পের কথার প্রেক্ষিতে নেইমারের ভাষ্য, ‘না না! পরের বিশ্বকাপ আমার। বিশ্বকাপ জেতার পর তোমার সবচেয়ে বড় স্বপ্ন কী?’

এর উত্তরে এমবাপ্পে বলেছেন, ‘আমার সবচেয়ে বড় স্বপ্ন হলো পিএসজির হয়ে চ্যাম্পিয়ন লিগ জেতা। এটা দারুণ হবে। তবে আরেকটি বিশ্বকাপ জেতাও অসাধারণ অভিজ্ঞতা হবে।’