English Version
আপডেট : ২৮ জুলাই, ২০২১ ১২:৩১

৪১ মিলিয়ন পাউন্ডে ম্যানইউতে ভারানে

অনলাইন ডেস্ক
৪১ মিলিয়ন পাউন্ডে ম্যানইউতে ভারানে

অভিজাত ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমাচ্ছেন রিয়াল মাদ্রিদের ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারানে। তাকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে ম্যানইউ।

এক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ জানায়, 'ফরাসি জাতীয় দলের ডিফেন্ডার ও বিশ্বকাপজয়ী তারকা রাফায়েল ভারানেকে দলে নেওয়ার জন্য রিয়াল মাদ্রিদের সঙ্গে আমরা চুক্তিতে সম্মত হয়েছি। ম্যানইউ এই সংবাদ প্রকাশ করতে পেরে আনন্দিত।'

৪১ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে স্পেন থেকে ইংল্যান্ডে উড়াল দেবেন ভারানে। এর আগেই ম্যানইউ বরুশিয়া ডর্টমুন্ড থেকে ইংলিশ ফুটবলার জ্যাডন সাঞ্চোকে দলে ভিড়িয়েছে ৭৩ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে।