English Version
আপডেট : ২৭ জুলাই, ২০২১ ১৬:৪৮

তুর্কমেনিস্তানকে ইতিহাসের সাক্ষী বানালেন গুরিয়েভা

অনলাইন ডেস্ক
তুর্কমেনিস্তানকে ইতিহাসের সাক্ষী বানালেন গুরিয়েভা

অলিম্পিকে সোনা যে জিতবে তার দিকেই তো নজর যাবে। এটাই তো স্বাভাবিক, কিন্তু এক্ষেত্রে একটু ব্যতিক্রমই ঘটল। সোনা ছেড়ে মানুষ রুপায় নজর দিল। ভারোত্তোলনে মেয়েদের ৫৯ কেজি বিভাগে সোনা জিতেছে চাইনিজ তাইপের কিউ হুসিং চুন। 

কিন্তু রুপা জিতে তার থেকে সব আলো কেড়ে নিয়েছেন ভারোত্তোলক পলিনা গুরিয়েভা। এর কারণও অবশ্য আছে, তুর্কমেনিস্তানের ইতিহাসের প্রথম অলিম্পিক পদক এসেছে যে গুরিয়েভার হাত ধরেই! ২১৭ কেজি উঠিয়ে রূপা জিতেছেন তিনি। সোনা জেতার পথে কিউ হুসিং চুন ২৩৬ কেজি উঠিয়ে রেকর্ড গড়েছেন। গুরিয়েভার চেয়ে তিন কেজি কম উঠিয়ে ব্রোঞ্জ জিতেছেন জাপানের মিকিকো আনদোহ।