English Version
আপডেট : ২৭ জুলাই, ২০২১ ১৫:৩৩

ভালো-মন্দের মিশেলেই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক
ভালো-মন্দের মিশেলেই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

নিজেদের চাঙ্গা করেই বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। আগের সিরিজের ভালো পারফরম্যান্স পরের সিরিজে ভালো করতে ব্যাপক সহায়তা করে।

সেরকম মানসিকতা অর্জন করেই দীর্ঘদিন পর বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। যদিও বাংলাদেশের বিপক্ষে যে সংস্করণ খেলবে অজিরা সেটিতে রীতিমতো বিধ্বস্তই হয়েছে ক্যারিবিয়দের কাছে। টি-টোয়েন্টিতে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া। তাই ভালো এবং মন্দের মিশেলেই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। 

আজ সিরিজের শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো উড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে অ্যালেক্স ক্যারির দল। বারবাডোজে সোমবার পেস-স্পিনের সম্মিলিত আক্রমণে ক্যারিবিয়ানদের ১৫২ রানে গুটিয়ে দেয় অস্ট্রেলিয়া। রান তাড়ায় শুরুটা ভালো না হলেও ম্যাথু ওয়েডের অপরাজিত ফিফটিতে তারা জিতে যায় প্রায় ২০ ওভার বাকি রেখে। মূল ক্রিকেটারদের অনেককে ছাড়া খেলতে আসা অস্ট্রেলিয়া চোটের কারণে অধিনায়ক অ্যারন ফিঞ্চকেও হারানোর পর এই সিরজ জিতল ভারপ্রাপ্ত অধিনায়ক অ্যালেক্স ক্যারির নেতৃত্বে।

কেনসিংটন ওভালে টস জিতে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই হারায় এভিন লুইসকে। স্পিন সহায়ক উইকেটে এরপর ক্যারিবিয়ানদের চেপে ধরেন অস্ট্রেলিয়ান স্পিনাররা। অ্যাশটন অ্যাগার ও অ্যাডাম জ্যাম্পান সঙ্গে অনিয়মিত স্পিনার অ্যাশটন টার্নারও হয়ে ওঠেন দুর্বোধ্য। স্টার্ক পরে ছোবল দেন ক্যারিবিয়ানদের লেজে। লুইস অপরাজিত থাকেন ৬৬ বলে ৫৫ রান করে।

লক্ষ্য তাড়ায় ২৭ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে চাপে থাকা অস্ট্রেলিয়ার হয়ে পাল্টা আক্রমণ করেন মিচেল মার্শ। যদিও কেবল ২৯ রান করেই আউট হয়ে যান, তবে তিন ছক্কায় তার ২১ বলের ইনিংসটিই রান তাড়ায় দলকে এনে দেয় গতি। তিনে নেমে অধিনায়ক ক্যারি ৩৫ রান করে বিদায় নেন। অস্ট্রেলিয়ার রান তখন ৪ উইকেটে ৯৯। 

লের সঙ্গে পাল্লা দিয়ে ম্যাথু ওয়েডের করা ফিফটি জিতিয়ে দেয় অস্ট্রেলিয়াকে। ৫৪ রানের জুটিতে তাকে সঙ্গ দেন অ্যাগার। ৫ চার ও ২ ছক্কায় ৫১ বলে ৫১ রানে অপরাজিত থাকেন ওয়েড। সাড়ে চার বছর পর তিনি পান ওয়ানডে ফিফটির স্বাদ।