English Version
আপডেট : ২৬ জুলাই, ২০২১ ১৫:১৯

অলিম্পিকে স্কেটবোর্ডিংয়ে স্বর্ণপদক জিতল ১৩ বছরের জাপানিজ কিশোরী

অনলাইন ডেস্ক
অলিম্পিকে স্কেটবোর্ডিংয়ে স্বর্ণপদক জিতল ১৩ বছরের জাপানিজ কিশোরী

টোকিও অলিম্পিকে নারীদের স্কেটবোর্ডিংয়ে স্বর্ণপদক জিতেছে ১৩ বছরের জাপানিজ কিশোরী নিশিয়া মোমিজ। রৌপ্য পদক পেয়েছে ব্রাজিলের রেইসা লিয়াল। জাপানের নাকাইয়ামা ফুনা ব্রোঞ্জ পদক পেয়েছেন।

সাঁতারে পুরুষদের দলগত ইভেন্টে ৪x১০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণপদক জিতেছে যুক্তরাষ্ট্র। রৌপ্যপদক পেয়েছে ইতালি এবং ব্রোঞ্জ পেয়েছে অস্ট্রেলিয়া।

সাঁতারে নারীদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণপদক জিতেছে অস্ট্রেলিয়ার আরিয়ার্নে তিতমুস, রৌপ্যপদক পেয়েছে যুক্তরাষ্ট্রের কেটি লেডেকি এবং ব্রোঞ্জ পেয়েছেন চীনের লি বিনজিয়ে।