English Version
আপডেট : ২৫ জুলাই, ২০২১ ১৩:৫৪

দুপুরে অলিম্পিকে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক
দুপুরে অলিম্পিকে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

কোপা আমেরিকা ও ইউরোর আসর শেষে জাপানের রাজধানী টোকিওতে চলছে অলিম্পিক প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতার ফুটবল ইভেন্টে পৃথক পৃথক ম্যাচে আজ রবিবার মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল। ‘ডি’ গ্রুপের ম্যাচে ব্রাজিলের আজকের প্রতিপক্ষ আইভরি কোস্ট। ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়। অন্যদিকে ‘সি’ গ্রুপের ম্যাচে আর্জেন্টিনা খেলবে মিশরের বিপক্ষে। এই ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।

অলিম্পিকে বর্তমান সোনাধারী দল ব্রাজিল। এবারেও তাদের শুরুটা হয়েছে দুর্দান্ত। প্রথম ম্যাচেই তারা জার্মানিকে হারিয়েছে ৪-২ গোলে। ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন তরুণ ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসন। ২০০৪ ও ২০০৮ সালের অলিম্পিকের স্বর্ণপদকজয়ী আর্জেন্টিনার শুরুটা হয়েছে হতাশার। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ০-২ গোলে হেরে গেছে তারা। কোয়ার্টার ফাইনালে যেতে হলে আজকের ম্যাচে জিততে হবে তাদের।

অস্ট্রেলিয়ার কাছে প্রথম ম্যাচ হারের পর আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষা দিতে হবে স্পেনের বিপক্ষে। ‘সি’ গ্রুপে তাদের অন্যতম প্রতিপক্ষ হচ্ছে স্পেন। বাকি প্রতিপক্ষ হচ্ছে মিসর।