English Version
আপডেট : ২৩ জুলাই, ২০২১ ১৯:১৭

টাইগারদের সামনে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং টার্গেট

অনলাইন ডেস্ক
টাইগারদের সামনে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং টার্গেট

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে জিম্বাবুয়ে। দ্বিতীয় ম্যাচে জিততে না পারলে সিরিজ হারাতে হবে স্বাগতিকদের। এমন সমীকরণের ম্যাচে শুক্রবার (২৩ জুলাই) হারারেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রানের চ্যালেঞ্জিং স্কোর করে জিম্বাবুয়ে। তাই সিরিজ জিততে হলে বাংলাদেশের করতে ১৬৭ রান।

হারারে স্পোর্টস ক্লাবের মাঠ ব্যাটিংবান্ধব উইকেট হওয়ায় শুক্রবার টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকেন্দার রাজা। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে ওপেনার তাদিওয়ানাশে মারুমানিকে ফেরান বাংলাদেশি স্পিনার শেখ মেহেদী হাসান। মারুমানি আউট হন ৩ রান করে। এরপর ওয়েসলে মাধেভেরে ও রেগিস চাকাভার ব্যাটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় জিম্বাবুয়ে।

বাংলাদেশি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এই জুটি মাথা ব্যথার কারণ হওয়ার আগেই তাদের ফেরাতে উঠেপড়ে লাগেন। পাওয়ার-প্লের ৬ ওভারেই পাঁচজন বোলারকে ব্যবহার করেন তিনি। এতে ফল আসে ষষ্ঠ ওভারে। নিজের প্রথম ওভার হাত ঘোরাতে এসেই দ্বিতীয় বলে চাকাভাকে তুলে নেন সাকিব আল হাসান। শরিফুলের হাতে ক্যাচ দিয়ে ১৪ রানে সাজঘরে ফেরেন চাকাভা। ৪২ রানে ২ উইকেট হারানোর পর নতুন ব্যাটসম্যান ডিওন মায়ার্সকে নিয়ে দলীয় সংগ্রহ বাড়িয়ে নেন মাধেভেরে। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশ সতর্ক হয়ে ব্যাটিং করেন মাধেভেরে ও মায়ার্স। ৪৬ বলে ৫০ রানের জুটি গড়েন তারা। তৃতীয় উইকেটে তাদের গড়া জুটিতে এগিয়ে যাচ্ছিল জিম্বাবুয়ে।

মাধেভেরে এ সময়ে ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি তুলে নেন। বিপদজ্জনক হয়ে উঠা এ জুটি ভাঙেন শরিফুল। ডিয়ন মায়ার্স (২০) তার বল কাট করতে গিয়ে ডিপ পয়েন্টে ক্যাচ দেন। এর কিছু পরেই জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাকে রান আউটের ফাঁদে ফেলে আউট করেন সৌম্য সরকার। তবে রায়ান বার্লকে সাথে নিয়ে জিম্বাবুয়ের রানের চাকা সচল রাখে ওয়েসলি মাধেভেরে। কিন্তু দলীয় ১৩৯ রানে শরিফুলের বোলে আফিফের কাছে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যায় মাধেভেরে। আউট হওয়ার আগে এই ব্যাটসম্যান করেন ৫৭ বলে ৭৩ রান। এরপর শেষের দিকে রায়ান বার্লের ১৯ বলে ৩৪ রানের ঝড়ো ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং সংগ্রহ করে জিম্বাবুয়ে।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে: ১৬৬/৬ (২০ ওভার)

টার্গেট:১৬৭বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, রেগিস চাকাবা, ডিয়ন মায়ার্স, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জংউই, ওয়েলিংটন মাসাকাদজা, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবানি।