English Version
আপডেট : ২৩ জুলাই, ২০২১ ১৯:১৫

টোকিও অলিম্পিকে সংশ্লিষ্ট শতাধিক জনের করোনা

অনলাইন ডেস্ক
টোকিও অলিম্পিকে সংশ্লিষ্ট শতাধিক জনের করোনা

করোনা মহামারির মধ্যেই শুরু হচ্ছে খেলাধুলার বিশ্ব আসর টোকিও অলিম্পিক ২০২০। এ কারণে অনেকটা দর্শকশূন্য স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে এর উদ্বোধনী অনুষ্ঠান। পুরো টোকিও মহানগরীতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। কিন্তু তারপরও ঠেকানো যাচ্ছে না করোনার হানা। টোকিও অলিম্পিকের চলতি আসরে এ পর্যন্ত শতাধিক জনের করোনা শনাক্ত হয়েছে।

জাপান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত টোকিও অলিম্পিকের সঙ্গে সংশ্লিষ্ট ১০৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে শুক্রবার ১৯ জন করোনা পজিটিভ হয়েছেন, যাদের তিনজন জাপানের টোকিও’র হারুমি ওয়াটারফ্রন্ট জেলায় অলিম্পিক ভিলেজেই থাকতেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন বিদেশি খেলোয়াড়রাও।

এ মাসের শুরুতে (১ জুলাই) অলিম্পিক সংশ্লিষ্টদের মধ্যে প্রথম করোনা শনাক্ত হয়। এরপরই ক্রমেই আক্রান্তের এ সংখ্যা বাড়তে থাকে। আক্রান্তদের মধ্যে খেলোয়াড় ছাড়াও আয়োজক কমিটির সদস্য ও অন্যান্য কর্মকর্তা রয়েছেন।