English Version
আপডেট : ১৯ জুলাই, ২০২১ ১৬:০০

ক্যালিসকেও ছাড়িয়ে গেলেন সাকিব

অনলাইন ডেস্ক
ক্যালিসকেও ছাড়িয়ে গেলেন সাকিব

জিম্বাবুয়ের বিপক্ষে ৯৬ রানের অনবদ্য এক ইনিংস খেলে তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে সাকিবের মোট রান এখন ১২ হাজার ৭০। মোট ব্যাটিং গড় ব্যাটিং গড় ৩৫.৬০। নামের পাশে আছে ৮৩টি অর্ধশতক ও ১৪টি শতক। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে রান যথাক্রমে ৩৯৩৩, ৬৫৭০ ও ১৫৬৭।

বাংলাদেশের পক্ষে ১২ হাজারি ক্লাবে সাকিব ছাড়াও আছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। ৩৫৬ ম্যাচের ৪১৩ ইনিংসে তামিমের রান ১৪ হাজার ৪৩। মুশফিক ৩৮৮ ম্যাচের ৪২৮ ইনিংসে করেছেন ১২ হাজার ৫৫৯ রান। 

সাকিব ১২ হাজারি ক্লাবে নতুন হলেও সব সংস্করণ মিলিয়ে ৫০০ উইকেট শিকারের রেকর্ড আগেই স্পর্শ করেছিলেন। এবার ১২ হাজার রান পূর্ণ করে ঢুকলেন আরেকটি রেকর্ডবুকে, যেখানে আগে থেকে ছিলেন শুধু জ্যাক ক্যালিস। 

এতদিন একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রান ও ৫০০ উইকেটের মালিক ছিলেন এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। দ্রুততম ক্রিকেটার হিসেবে সেই এলিট ক্লাবে প্রবেশ করেছেন সাকিব।

১২ হাজার রান ও সেই সাথে ৫০০ উইকেট শিকারের রেকর্ড গড়তে সাকিব খেলেছেন ৩৪৮টি ম্যাচ। অপরদিকে, এই রেকর্ড গড়তে ক্যালিস খেলেছিলেন ৪২০টি ম্যাচ। অর্থাৎ ক্যালিসের থেকে ৭২টি ম্যাচ কম খেলেই দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই ক্লাবে প্রবেশ করলেন সাকিব।