English Version
আপডেট : ১৯ জুলাই, ২০২১ ১০:৫৪

সাকিবের ব্যাটে ঘাম ঝরানো জয়ে সিরিজ বাংলাদেশের

অনলাইন ডেস্ক
সাকিবের ব্যাটে ঘাম ঝরানো জয়ে সিরিজ বাংলাদেশের

রাজ। টাইমিং করতে পারেননি। মায়ার্সের ক্যাচে পরিণত হয়ে ১৫ বলে ৬ রান করে ফেরেন মিরাজ। সাকিব-মাহমুদউল্লাহর পঞ্চাশ ছোঁয়া জুটি ভাঙতে বোলিং আক্রমণের সেরা অস্ত্র ব্লেসিং মুজারাবানিকে ফেরান টেইলর। 

অধিনায়ককে হতাশ করেননি পেসার। তার বাড়তি লাফানো বলে কাট করার চেষ্টায় কিপার রেজিস চাকাভাকে সহজ ক্যাচ দেন মাহমুদউল্লাহ, ভাঙে ৫৫ রানের জুটি। ৩৫ বলে তিন চারে ২৬ রান করেন মাহমুদউল্লাহ। 

৫ রান করে চাকাভার হাতে রান আউটের শিকার হন মোসাদ্দেক। আয়েশী শটে বিপদ নিজেই ডেকে আনলেন মিঠুন। কাভার থেকে ঝাঁপিয়ে ক্যাচ মুঠোয় জমালেন ওয়েসলি মাধেভেরে। মিঠুন ফিরলেন ২ রান করে। রান আউটের হাত থেকে বেঁচে যাওয়ার পর বেশিক্ষণ টিকলেন না লিটন দাস। রিচার্ড এনগারাভাকে পুল করে ছক্কায় ওড়ানোর চেষ্টায় ক্যাচ দিয়ে ফিরলেন এই ওপেনার। চারটি চারে ৩৩ বলে ২১ রান করেন লিটন। থিতু হয়েও দুই ওপেনার পারলেন না ইনিংস বড় করতে।

বোলিংয়ে এসে দশম ওভারে তামিমকে থামান লুক জঙ্গুয়ে। পয়েন্টে ডাইভ দিয়ে বাংলাদেশ অধিনায়কের ক্যাচ মুঠোয় জমান রাজা। ভাঙে ৩৯ রানের জুটি। ৩৪ বলে চারটি চারে ২০ রান করেন তামিম।