English Version
আপডেট : ১৭ জুলাই, ২০২১ ১৭:১১

৭৩০টি নোটবুকে গোলের রেকর্ড লিখেছেন শতবর্ষী ভক্ত, আপ্লুত মেসি

অনলাইন ডেস্ক
৭৩০টি নোটবুকে গোলের রেকর্ড লিখেছেন শতবর্ষী ভক্ত, আপ্লুত মেসি

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি তার দীর্ঘ ক্যারিয়ারে যে কয়টি গোল করেছেন তার সবই নোটবুকে টুকে রেখেছেন ডন হেরনান। এভাবে ৭৩০টি নোটবুক শেষ করেছেন তিনি। এ কথা কানে যাওয়ার পর মেসি শতবর্ষী এ স্প্যানিশ ভক্তের কাণ্ডে বিস্মিত হয়েছেন। সম্প্রতি দেশের হয়ে কোপা আমেরিকা টুর্নামেন্টে প্রথম ট্রফি জিতেছেন মেসি।

ওই টুর্নামেন্ট শেষ হওয়ার পর মেসি ভিডিওবার্তা পাঠিয়েছেন সেই ভক্তকে। ভিডিও বার্তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ডন হেরনান ও তার পরিবারের সদস্যরা।

মেসি ওই ভিডিও বার্তায় বলেন, এভাবে আপনি আমার সব গোলের তথ্য রেকর্ড করে রাখছেন শুনে বিস্মিত হয়েছি। আপনি যা করছেন তার জন্য ভালোবাসা রইল।প্রযুক্তির বিষয়ে তেমন কোনো ধারণা নেই ডন হেরনানের। তাই নোটবুক-পেন্সিলই তার ভরসা। নাতি জুলিয়ান সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হেরনানের ভিডিও আপলোড করলে আলোচনায় চলে আসেন তিনি।