English Version
আপডেট : ১৭ জুলাই, ২০২১ ১৬:৫১

প্রথমবার ছেলেকে সামনে আনলেন সাকিব, চাইলেন দোয়া

অনলাইন ডেস্ক
প্রথমবার ছেলেকে সামনে আনলেন সাকিব, চাইলেন দোয়া

চলতি বছরের ১৬ মার্চ তৃতীয় সন্তানের বাবা হয়েছেন সাকিব আল হাসান। তখন পুত্র সন্তানের নামটাও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছিলেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। এতোদিন ছেলের ছবি প্রকাশ করেননি তিনি। ভক্তদের সেই প্রতীক্ষার অবসান ঘটিয়েছেন তিনি। শনিবার ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে পুত্র সন্তানের ছবি প্রকাশ করে দোয়া চাইলেন সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডার লিখলেন, ‘আমার ছেলে আইজাহ, সবাই দয়া করে ওকে আপনার প্রার্থনায় রাখুন।’ ছোট আইজাহ, মাথায় ক্যাপ আর গায়ে হলুদ রঙের পলো-শার্ট! বছরের শুরুতেই জানা যায় ফের বাবা হচ্ছেন সাকিব। এরপর গত মার্চে স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ঘরে দুই কন্যার পর আসে এক পুত্র সন্তান। পুত্র সন্তান নাম রাখা হয়েছে ‘আইজাহ আল হাসান’।