English Version
আপডেট : ১৫ জুলাই, ২০২১ ১৭:৫৮

প্রথম ওয়ানডেতে মুস্তাফিজের খেলা নিয়ে ধোঁয়াশা

অনলাইন ডেস্ক
প্রথম ওয়ানডেতে মুস্তাফিজের খেলা নিয়ে ধোঁয়াশা

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামার আগে ইনজুরিতে পড়েছেন মুস্তাফিজুর রহমান। একমাত্র প্রস্তুতি ম্যাচে বোলিং করার সময় গোড়ালির চোটে পড়েছেন বাঁহাতি এই পেসার। চোট খুব বেশি গুরুতর না হলেও প্রথম ওয়ানডে মুস্তাফিজের খেলা নিয়ে খানিকটা শঙ্কা রয়েছে। সিরিজের প্রথম ওয়ানডে শুরুর আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তামিম ইকবালকে প্রশ্ন করা হলে বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়কও খানিকটা ধোঁয়াশা রেখেছেন।

প্রথম ওয়ানডেতে মুস্তাফিজের খেলা প্রসঙ্গে তামিম বলেন, ‘মুস্তাফিজের ব্যাপারে যেটা হলো, ওকে ফিজিও দেখছেন। কালকের ম্যাচে ওর অংশগ্রহণ করার সম্ভাবনা আমি বলবো ফিফটি-ফিফটি। আজকে বুঝতে পারব আরও ভালো, যে কি অবস্থা। তবে এই মুহূর্তে ফিফটি-ফিফটি।'

সম্পর্কিত খবরবাংলাদেশের বিপক্ষে খেলা জিম্বাবুয়ের এক স্পিনারের বোলিং প্রশ্নবিদ্ধর‌্যাঙ্কিংয়ে মাহমুদউল্লাহ-লিটনদের উন্নতিদেশে ফিরলেন মুমিনুল-সাদমানরাহারারের তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব মাঠে একমাত্র প্রস্তুতি ম্যাচে বোলিংয়ের সময় ডান পায়ের গোড়ালিতে চোট পান মুস্তাফিজ। ইনিংসের প্রথম ওভারে বল করতে আসার পরই খানিকটা অস্বস্তিতে ভুগতে দেখা গেছে তাঁকে। ওভারের প্রথম ৫ বল করলেও শেষ বলটি না করে মাঠ ছাড়েন বাঁহাতি এই পেসার। এরপর পুরো ম্যাচে আর তাঁকে বল হাতে দেখা যায়নি। এমনকি মুস্তাফিজকে ফিল্ডিং করতেও দেখা যায়নি।

এদিকে পারিবারিক কারণে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ না খেলেই দেশে ফিরে আসছেন মুশফিকুর রহিম। অধিনায়ক তামিমের ইনজুরি পুরোপুরি সেরে না ওঠায় পুরো ওয়ানডে সিরিজে টেপ পেঁচিয়ে খেলবেন তিনি।