English Version
আপডেট : ১৩ জুলাই, ২০২১ ১৭:০৪

বাংলাদেশ হকির সাবেক কোচ নাভিদ আলম মারা গেছেন

অনলাইন ডেস্ক
বাংলাদেশ হকির সাবেক কোচ নাভিদ আলম মারা গেছেন

না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক কোচ পাকিস্তানের নাভিদ আলম (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৭ বছর।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে লাহোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি। অনেক দিন ধরে ব্লাড ক্যানসারে ভুগছিলেন নাভিদ আলম।

সম্পর্কিত খবরঅস্ট্রেলিয়া সিরিজের জন্য জিম্বাবুয়েতে ছুটি নিচ্ছেন না মুশফিকদেশে ফিরলেন মুমিনুল-সাদমানরাব্যাংকে ঋণ নেয়ার লোক নেইনাভিদ আলম পাকিস্তান অলিম্পিক এবং ১৯৯৪ সালে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। ২০১৭ সালে ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি।