English Version
আপডেট : ১৩ জুলাই, ২০২১ ১৭:০০

আইসিসি নয়, টেকনিক্যালি আমিই ক্রিকেটের বস: গেইল

অনলাইন ডেস্ক
আইসিসি নয়, টেকনিক্যালি আমিই ক্রিকেটের বস: গেইল

অবশেষে ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল ফিরলেন চেনা চেহারায়। তার ঝড়ো ফিফটিতে উড়ে গেলো অস্ট্রেলিয়া। হ্যাটট্রিক জয়ে সিরিজ জয়ও নিশ্চিত করে ফেললো ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারালো ওয়েস্ট ইন্ডিজ। ৫ ম্যাচের সিরিজ ক্যারিবিয়ানরা জিতে গেলো প্রথম তিন ম্যাচেই।

বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে সেন্ট লুসিয়ায় এই ম্যাচে ২০ ওভারে অস্ট্রেলিয়া করতে পারে ১৪১ রান। গেইলের সৌজন্যে ওয়েস্ট ইন্ডিজ জিতে যায় ৩১ বল বাকি রেখেই। ৭ ছক্কা ও ৪ চারে ৩৮ বলে ৬৭ রান করে ম্যাচের সেরা গেইল। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর এই প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিফটি ছুঁতে পারলেন তিনি। সেই সাথে প্রথম ক্রিকেটার হিসেবে ১৪ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন।

সম্পর্কিত খবর'দ্য হান্ড্রেডে' ইংল্যান্ড ক্রিকেটারদের খেলা নিয়ে শঙ্কাভারতের নারী ক্রিকেট দলকে আইসিসির শাস্তিগেইলের ৭ ছক্কায় লণ্ডভণ্ড অস্ট্রেলিয়াম্যাচ শেষে তার ব্যাটে 'দ্য বস' লেখার কারণ সম্পর্কে তিনি বলেন, 'এখানে শুধু লেখা 'দ্য বস। আসলে তো এটা ইউনিভার্স বস। তবে আইসিসি চায় না আমি 'ইউনিভার্স বস' ব্যবহার করি। তাই সংক্ষপ্তি করে শুধু 'দ্য বস' করে নিয়েছি। কারণ আমিই তো বস!

সাংবাদিকরা তখন গেইলকে মজা করে প্রশ্ন করেন, আইসিসিই তো ক্রিকেটের আসল বস। তাই নয় কি? হেসে ফেলে গেইল বলেন, না না না, তারা নয়, আমিই, আইসিসি নয়, টেকনিক্যালি আমিই ক্রিকেটের বস। ১৪ হাজার টি-টোয়েন্টি রান করতে পারা দারুণ অর্জন। এখন আমার নিজেকে লক্ষ্য দেওয়া উচিত ১৫ হাজার। প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৪ হাজার করতে পারা খুবই তৃপ্তির। আশা করি, আরো অনেক রান আসবে এবং দেখিয়ে দিতে পারবো, এখনো আমার সামর্থ্য কতোটা আছে।