English Version
আপডেট : ১৩ জুলাই, ২০২১ ১১:০৫

'আইপিএল ট্রফিই জেতেননি, বিশ্বকাপ অনেক দূর'

অনলাইন ডেস্ক
'আইপিএল ট্রফিই জেতেননি, বিশ্বকাপ অনেক দূর'

অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতলেও সিনিয়র দলের অধিনায়ক হিসেবে ভারতকে একটাও আইসিসি ট্রফি এনে দিতে পারেননি বিরাট কোহলি- সম্প্রতি তা নিয়েই ঝড় ওঠে সোশাল মিডিয়ায়। আর সে প্রসঙ্গেই মুখ খুলেছেন প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না। 

ভারতের অন্যতম বাঁ হাতি ব্যাটসম্যান সুরেশ রায়না বলেন, "আমি মনে করি তিনি এক নম্বর অধিনায়ক হয়েছেন। তার রেকর্ড প্রমাণ করে যে সে অনেক কিছু অর্জন করেছেন। আমি মনে করি তিনি বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। আইসিসি ট্রফির কথা বলছেন তবে তিনি এখনও আইপিএল জিততে পারেননি। আমার মনে হয় তাকে কিছুটা সময় দেওয়া দরকার।"

রায়নার কথায়, "একের পর এক তিনটি ওর্য়াল্ড কাপ রয়েছে। দু'টি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং একটি ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে ওঠাটাও মোটেই সহজ না। কখনও কখনও কিছু জিনিস মিস হয়ে যায়"। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর থেকেই তাই ভারত অধিনায়কের সমালোচনায় মুখর অনেকে।