English Version
আপডেট : ১২ জুলাই, ২০২১ ১০:৪২

টাইব্রেকারে শেষ তিন শট মিসে কপাল পুড়ে ইংলিশদের (ভিডিও)

অনলাইন ডেস্ক
টাইব্রেকারে শেষ তিন শট মিসে কপাল পুড়ে ইংলিশদের (ভিডিও)

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে টাইব্রেকারে ২-৩ গোলে ইংল্যান্ডকে হারিয়ে ৫৩ বছর পর শিরোপা পুনরুদ্ধার করেছে রবার্তো মানচিনির ইতালি।

গতি, শক্তি ও মস্তিষ্কের লড়াইয়ে নির্ধারিত সময়ে ১-১ সমতা কাটাতে পারল না ইংল্যান্ড ও ইতালি। অতিরিক্ত সময়েও হলো না গোল। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

উত্তেজনাপূর্ণ টাইব্রেকারে ইতালির হয়ে প্রথম শট করেন ডোমিনিকো বেরারদি। প্রথম শটে গোল। ইংল্যান্ডের প্রথম শটে গোল করে সমতা ফেরান হ্যারি কেইন। এরপর ইতালির হয়ে আন্দ্রে বেলোত্তির শট ঝাঁপিয়ে পড়ে আটকে দেন ইংলিশ গোলরক্ষক পিকফোর্ড। ইংল্যান্ডের হয়ে পরের শটে গোল করেন হ্যারি মাগুইরে। ২-১ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড।তৃতীয় শটে লিওনার্দো বোনুচ্চি গোল করে ইতালিকে লড়াইয়ে ফেরান। জবাবে মার্কাস রাশফোর্ডের শট লেগে যায় পোস্টে। টাইব্রেকারে তিনটি করে শট শেষে ২-২ সমতা।

ফেদেরেকো বেরনারডেসচি গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেয়ার পর ইংল্যান্ডের জাদোন সানচোর শট ঝাঁপিয়ে পড়ে আটকে দেন ইতালির গোলরক্ষক।

পিছিয়ে পড়া দলকে যে আশার আলো দেখিয়েছিলেন ইংলিশ গোলরক্ষক। জর্জিনহোর পঞ্চম শটটি আটকে দিয়েছিলেন তিনি। শেষ শটে বুকায়া সাকা গোল করতে পারলেই ফিরতো সমতা, সাডেন ডেথে গড়াতো ম্যাচ। 

কিন্তু ম্যাচের ফল নির্ধারণী সেই শটটি ডানদিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ দক্ষতায় আটকে দেন ডোনারোমা। ফলে টাইব্রেকারে শেষ তিন শট মিসে কপাল পড়ে ইংলিশদের।