English Version
আপডেট : ১১ জুলাই, ২০২১ ১২:২৬

যে ফাইনাল ডি মারিয়া খেলতে পারেননি সেটার জবাব হবে : বলেছিলেন মেসি

অনলাইন ডেস্ক
যে ফাইনাল ডি মারিয়া খেলতে পারেননি সেটার জবাব হবে : বলেছিলেন মেসি

ক্যারিয়ারে এর আগে আর্জেন্টিনার হয়ে বেশ কয়েকটি ফাইনালে চোটের কারণে খেলতে পারেননি। এই মারাকানাতেই ২০১৪ বিশ্বকাপ ফাইনালে জার্মানির বিপক্ষে ১-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। সেই টুর্নামেন্টজুড়ে দারুণ খেলা ডি মারিয়ার সেদিন ফাইনাল খেলতে পারেননি। 

এরপর ২০১৫ কোপা আমেরিকার ফাইনালে খেললেও চোট পেয়ে ২৯ মিনিটেই মাঠ ছাড়েন তিনি। এই খেলায় চিলির কাছে হেরে যায় আর্জেন্টিনা। ২০১৬ কোপা আমেরিকার ফাইনালেও তিনি খেলতে পারেননি চোটের কারণে। তখন হেরে যায় আর্জেন্টিনা। তবে এবার তিনি খেলতে পারলেন। এমন খেললেন যেন ফাইনালটা তারই ফাইনাল হয়ে থাকল।

মারাকানায় ২১ মিনিটে তার করা চোখ ধাঁধানো গোলেই শেষ পর্যন্ত ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতল মেসির আর্জেন্টিনা। ফলে এই ম্যাচের একমাত্র গোলদাতা ডি মারিয়ার হাতেই উঠেছে ফাইনাল-সেরার পুরস্কার।এই জয় স্ত্রী, সন্তান, বাবা-মা ও চলার পথে সমর্থন জানানো সবাইকে উৎসর্গ করেছেন তিনি। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ডি মারিয়া বললেন, ‘ও (মেসি) আমাকে বলেছিল, এটা আমার ফাইনাল হবে। যে ফাইনালগুলোতে আমি খেলতে পারিনি সেটার জবাব হবে। এমন কিছু হতে হলে আজই হওয়ার দরকার ছিল, সেটাই হয়েছে।’ তিনি বলেন, ‘কত স্বপ্ন দেখেছি এমন একটা শিরোপা নিয়ে। এই শিরোপাটার জন্য কত লড়াই-ই না করেছি। রদ্রিগো নিখুঁত পাস দিয়েছে (আজকের গোলের সময়ে) আমাকে। আমি সেটাকে অলিম্পিকে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের মতো করে জালে জড়িয়েছি।’