English Version
আপডেট : ৬ জুলাই, ২০২১ ১৫:৪৭

জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি খেলবেন না তামিম!

অনলাইন ডেস্ক
জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি খেলবেন না তামিম!

জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দেশটিতে অবস্থান করছে টাইগাররা। আগামীকাল বুধবার (৭ জুলাই) একমাত্র টেস্টে মাঠে নামবে মমিনুলবাহিনী। একমাত্র টেস্টে বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল খেলছেন কি না, সে ব্যাপারে কোনো খবর মেলেনি। তবে এরইমধ্যে ইঙ্গিত পাওয়া গেছে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলবেন না তিনি!

সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ থেকে ইনজুরিতে পড়েন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। শেষদিকে সুপার লিগের বেশ কয়েক ম্যাচে পাওয়া যায়নি তাকে। শেষ পর্যন্ত তার দলও হয়েছে রানারআপ। মূলত জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখেই তাকে বিশ্রামে রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছিল এতদিনে সুস্থ হয়ে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু থেকেই তাকে পাওয়া যাবে।

কিন্তু চোট থেকে এখনো সেরে উঠতে পারছেন না তামিম। আর রিস্ক নিয়ে মাঠে নামলে হয়তো সারা জীবনের জন্য ক্রিকেটকে বিদায় জানাতে হতে পারে। তাই এটা নিশ্চিত যে, টি-টোয়েন্টি সিরিজে তামিম খেলছেন না। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী দলের অভিজ্ঞ এই ক্রিকেটারকে নিয়ে বলেন, ‘তামিমের চোট এমন কিছু নয় যে অস্ত্রোপচার করাতে হবে। কিছুদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। ব্যথা কমার ওপরই নির্ভর করছে সবকিছু।’

অতএব বিশ্রামই এখন তামিমের একমাত্র চিকিৎসা। ঝুঁকি নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে নামলে হয়তো ঝামেলা আরো বাড়েতেই পারে। তখন লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে হতে পারে তামিমকে। জানা গেছে, তামিম তার হাঁটুর স্ক্যান রিপোর্ট পাঠিয়েছিলেন ডেভিড ইয়াংকে। সব দেখে তাঁর পরামর্শ, তামিমের এখনই ১০ থেকে ১২ সপ্তাহের বিশ্রামে যাওয়া উচিত। জিম্বাবুয়ে সিরিজে না খেলারও নাকি পরামর্শ ছিল ইয়াংয়ের।