English Version
আপডেট : ৪ জুলাই, ২০২১ ১১:৫৭

সেমিফাইনালের আগে দুঃসংবাদ পেল ব্রাজিল

অনলাইন ডেস্ক
সেমিফাইনালের আগে দুঃসংবাদ পেল ব্রাজিল

কোপা আমেরিয়ায় এখন পর্যন্ত দুর্দান্ত খেলে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পুরো টুর্নামেন্ট জুড়ে অপ্রতিরোধ্য তিতের শিষ্যরা। নিজেদের ঘরের মাঠে যেন আরও ভয়ংকর হয়ে উঠেছে। এদিকে সেমিফাইনালে কলোম্বিয়ার মুখোমুখি হওয়ার আগে দুঃসংবাদ পেল ব্রাজিল ফুটবল দল। লাল কার্ড দেখে সেমিফাইনালে মাঠে থাকতে পারবেনা দলের অন্যতম সেরা স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস।

শুক্রবার রাতে রিও দে জেনেইরোর নিল্তন সান্তোস স্টেডিয়ামে কোয়ার্টার-ফাইনালে চিলিকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। ওই ম্যাচেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জেসুস। ৪৯তম মিনিটে ফুটবলের মাঠে যেন রেসলিং খেললেন জেসুস। দৌড়ে গিয়ে শরীর শূন্যে ভাসিয়ে চিলির লেফটব্যাক ইউজেনিও মেনার মুখে উড়ন্ত লাথি মারেন তিনি। বুটের লাথি খেয়ে আহত হন ইউজেনি।

এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি তিতের শিষ্যরা। দারুণ ছন্দে আছেন দলের পোস্টার বয় নেইমার। দুর্দান্ত খেলছেন গোলরক্ষক এলিসন বেকার ও এদেরসন। দুরন্ত গতিতে লড়াই চালিয়েছে যাচ্ছেন লুকাস পাকুয়েতা, ক্যাসিমোরা, গ্যাব্রিয়েল জেসুস ও রবার্তো ফিরমিনো। তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের সেরা হয় ব্রাজিল। এ পর্যন্ত ৫ ম্যাচে প্রতিপক্ষের জালে ১১ গোল জমা করেছে সেলেকাওরা। হজম করেছে মাত্র ২টি। ম্যানচেস্টার সিটির এই দুর্দান্ত স্ট্রাইকারকে হারিয়ে একটু দুশ্চিন্তায় পড়তেই পারেন কোচ তিতে। জেসুসের অনুপস্থিতি নিঃসন্দেহে সেলেকাওদের জন্য দুঃসংবাদই বটে।