English Version
আপডেট : ৩ জুলাই, ২০২১ ১২:১৭

কোপার সেমিতে ব্রাজিলের প্রতিপক্ষ পেরু

অনলাইন ডেস্ক
কোপার সেমিতে ব্রাজিলের প্রতিপক্ষ পেরু

কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ পেরু। মঙ্গলবার মুখোমুখি হবে দুই দল।

শুক্রবার দিবাগত রাতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে পেরু। কোয়ার্টার ফাইনালের ম্যাচ নির্ধারিত সময়ে ৩-৩ গোলের সমতা নিয়ে শেষ হয়। এরপর অতিরিক্ত সময়েও সেই সমতা ভাঙে না। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এতে প্যারাগুয়েকে ৪-৩ ব্যবধানে হারায় পেরু।

পেরুর বিপক্ষে ম্যাচের ১১ মিনিটে এগিয়ে যায় প্যারাগুয়ে। এ সময় গুস্তাভো গোমেজ গোল করেন। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি তারা। ম্যাচের ২১ মিনিটে পেরুর জিয়ানলুকা লাপাডুলা গোল করে সমতা ফেরান। আর ৪০ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে এগিয়ে নেন পেরুকে।প্রথমার্ধের যোগ করা সময়ে প্যারাগুয়ের গোলদাতা গুস্তাভো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। তাতে দশজনের দলে পরিণত হয় প্যারাগুয়ে।

দশজন নিয়েই বিরতির পর সমতায় ফেরে প্যারাগুয়ে। ৫৪ মিনিটে দলটির জুনিয়র আলোনসো গোল করে সমতা ফেরান। অবশ্য ৮০ মিনিটের মাথায় পেরুর ইয়োশিমার ইয়োতুন গোল করে আবার এগিয়ে নেন দলকে। ৮৫ মিনিটে পেরুর আন্দ্রে ক্যারিলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ে। তাতে পেরুও দশজনের দলে পরিণত হয়। ৯০ মিনিটে প্যারাগুয়ের গ্যাব্রিয়েল আভালোস গোল করে সমতা ফেরান।

এই সমতা নিয়ে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয়। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ভাঙে না ৩-৩ গোলের সমতা। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেই ভাগ্য পরীক্ষায় প্যারাগুয়েকে ৪-৩ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে নাম লেখায় পেরু।