English Version
আপডেট : ২৯ জুন, ২০২১ ১২:২০

জিম্বাবুয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন টাইগাররা

অনলাইন ডেস্ক
জিম্বাবুয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন টাইগাররা

জিম্বাবুয়ের বিপক্ষে এক টেস্ট ও তিনটি করে ওয়ানডে-টি টোয়েন্টি খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ মঙ্গলবার (২৯ জুন) ভোরে জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছাড়েন টাইগাররা।

এদিকে সময়ের হিসাবে ৮ বছর পর জিম্বাবুয়ে সফরে গেল বাংলাদেশ ক্রিকেট দল। টাইগাররা দেশটিতে যাচ্ছে মোট তিনটি ধাপে। প্রথম ধাপে আজ দেশ ছেড়েছে বাংলাদেশ টেস্ট দল। অধিনায়ক মুমিনুল হকের নেতৃত্বে এই দল ঢাকা ছেড়েছে মঙ্গলবার ভোর রাত ৪টায়। ১৮ সদস্যের টেস্ট দলের সঙ্গে অবশ্য ছিলেন না সাকিব আল হাসান। তিনি দলের সঙ্গে যোগ দেবেন সরাসরি যুক্তরাষ্ট্র থেকে।

দেশ ছাড়ার আগে নিজ নিজ ফেসবুকে দলের হয়ে আশির্বাদ চেয়ে নিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। ফেসবুকে তামিম লিখেছেন, ‘ঢাকা এয়ারপোর্ট থেকে। একটু পরই জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়ছি। আমাদেরকে আপনাদের দোয়ায় স্মরণ করবেন।’

জিম্বাবুয়েতে একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে ৭ জুলাই থেকে। ৩ ম্যাচের ওয়ানডে লড়াইয়ের প্রথমটি হবে ১৬ জুলাই। ওয়ানডে দলের সদস্যরা জিম্বাবুয়ের জন্য ঢাকা ছাড়বেন আগামী ৯ জুলাই। তারপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যার প্রথমটি শুরু ২৩ জুলাই। দলের বাকি সদস্যরা যাবেন ১৬ জুলাই। প্রতিটি ম্যাচই হারারে স্পোর্টস ক্লাব মাঠে।