English Version
আপডেট : ২৮ জুন, ২০২১ ১১:৫৮

১৮ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক
১৮ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড

প্রায় ১৮ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সর্বশেষ ২০০৩ সালে পাকিস্তানের মাটিতে খেলেছিল কিউইরা। সেই সফরে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে তখনকার নিউজিল্যান্ড দল ধবলধোলাই হয়েছিল।  

প্রসঙ্গত, ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর ৬ বছর কোনো আন্তর্জাতিক দল পাকিস্তান সফরে যায়নি। তবে সম্প্রতি জিম্বাবুয়ে-বাংলাদেশ-শ্রীলঙ্কা সেই দেশে গিয়ে খেলে এসেছে।

পাকিস্তান সফর নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেছেন, 'আমরা পাকিস্তান সফরে যেতে চাই। সে লক্ষ্যে আমরা পিসিবি ও সরকারি সংস্থাগুলোর সঙ্গে কাজ করছি। সবকিছু ঠিকঠাক এগোচ্ছে। সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমরা সন্তুষ্ট। আমার বিশ্বাস, আমরা পাকিস্তান সফরে যাব।'জানা গেছে, সব কিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে পাকিস্তান সফরে যাবে সদ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপাজয়ী কেন উইলিয়ামসন বাহিনী। ওই সফরে ৫ ম্যাচের টি-টোয়েন্টি ও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা আছে। এর আগে সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে কিউইরা।