English Version
আপডেট : ২৬ জুন, ২০২১ ১৫:০১

আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ, শুরু ১৭ অক্টোবর!

অনলাইন ডেস্ক
আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ, শুরু ১৭ অক্টোবর!

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। তবে করোনার কারণে ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। টুর্নামেন্টটি শুরু হতে পারে ১৭ অক্টোবর আর ফাইনাল ১৪ নভেম্বর। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এখন পর্যন্ত আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও এমনই প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

সম্পর্কিত খবরটি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত থাকছেন নান্নু-বাশাররাভারতে হচ্ছে না টি-টোয়েন্টি বিশ্বকাপ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ওমানেও হতে পারে!প্রতিবেদন অনুযায়ী, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্থগিত হওয়া আসরের ফাইনালের একদিন পরই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। করোনার কারণে ভারতের মাটিতে অনুষ্ঠিত আইপিএল স্থগিত হলেও সেটি আবারও মাঠে গড়াতে যাচ্ছে সেপ্টেম্বর-অক্টোবরে।

সূচি অনুযায়ী, চলতি বছরের ১৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে আইপিএলের স্থগিত হওয়া আসরটি। যার ফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর। অর্থাৎ আইপিএলের একদিন পরই মাঠে গড়াচ্ছে আইসিসি সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপটি। ১৭ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপের বাছাই পর্বের খেলা। যেখানে দুটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করবে আটটি দল। যেখানে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান ও পাপুয়া নিউগিনিয়া।

প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল অর্থাৎ দুই গ্রুপ থেকে মোট চারটি দল সুযোগ পাবে সুপার টুয়েলভে। যেখানে রয়েছে আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল। যা শুরু হবে ২৪ অক্টোবর থেকে। সুপার টুয়েলভের ১২টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। সেখান থেকে প্রতি গ্রুপের শীর্ষ দুই দল অর্থাৎ দুই গ্রুপ থেকে চারটি দল জায়গা পাবে সেমিফাইনালে। ১২ ম্যাচের বাছাই পর্বের খেলাগুলো হবে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে। সুপার টুয়েলভের ম্যাচগুলো হবে আবু ধাবি, শারজাহ ও দুবাইয়ে।