English Version
আপডেট : ২৬ জুন, ২০২১ ১১:১৫

ইউরো শেষ ষোলো: আজ মুখোমুখি ইতালি-অস্ট্রিয়া

অনলাইন ডেস্ক
ইউরো শেষ ষোলো: আজ মুখোমুখি ইতালি-অস্ট্রিয়া

ইউরো চ্যাম্পিয়নশিপে টপ ফেভারিট টিমগুলোর একটি ইতালি। টানা ২৬ ম্যাচ অপরাজিত থাকা দলটি সুপার সিক্সটিনে শনিবার রাত ১টায় মাঠে নামবে। প্রতিপক্ষ প্রথমবারের মতো ইউরোর নকআউট পর্ব নিশ্চিত করা অস্ট্রিয়া। 

এর আগে রাত ১০টায় শেষ ষোলোর আরেক খেলা, ডেনমার্কের বিপক্ষে মাঠে নামবে ওয়েলস।

চলতি ইউরোতে দুর্দান্ত ফর্মে থাকা দলগুলোর একটি ইতালি। গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলো জিতে শেষ ষোলো নিশ্চিত করে আজ্জুরিরা। এই তিন ম্যাচে সাত গোল দিলেও হজম করেনি একটিও। এবার তাদের প্রতিপক্ষ প্রথমবারের মতো ইউরোর নকআউট পর্বে ওঠা অস্ট্রিয়া।শেষবার প্রীতি ম্যাচে ইতালির সাথে ড্র করেছিল অস্ট্রিয়া, তাও ২০০৮ সালে। ১৩ বছর পর আবারো দেখা দুদলের। ২০১৮ সালে নেশনস লিগে পর্তুগালের কাছে হারের পর থেকে অপ্রতিরোধ্য আজ্জুরিরা। শেষ ২৬ ম্যাচে অপরাজিত রবার্তো মানচিনির দল। নিজেদের গড়া টানা ৩০ ম্যাচে অজেয় থাকার রেকর্ড ভাঙার সুযোগ তাদের সামনে।