English Version
আপডেট : ২১ জুন, ২০২১ ১৪:০০

ইনজুরি সমস্যায় নাজেহাল বাংলাদেশ দল

অনলাইন ডেস্ক
ইনজুরি সমস্যায় নাজেহাল বাংলাদেশ দল

গেল কয়েক মাস টানা খেলার মধ্যে আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়ারেরা। সাথে আছে বায়োবাবলের মতো কঠিন নিয়মের মাঝে। এদিকে টানা খেলা আর কঠিন নিয়ম কানুনে নাজেহাল অবস্থা দেশের ক্রিকেটারদের। ইনজুরির মিছিলে যোগ দিয়েছে তামিম, মুস্তাফিজ, তাসকিন এবং লিটন।

ইনজুরির মিছিল এতটাই দীর্ঘ যে আপাতত ঢাকা প্রিমিয়ার লিগে তাদের খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তবে বোর্ডের চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন জিম্বাবুয়ে সফরের আগেই সুস্থ হয়ে উঠবেন তারা।

করোনার প্রকোপে এক বছর ক্রিকেট বন্ধ থাকার পর ঘরোয়া আসর দিয়ে মাঠের ক্রিকেট ফেরায় বিসিবি। এরপর থেকে ম্যাচের পর ম্যাচ খেলে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা। দুটি ঘরোয়া আসরের পর, আন্তর্জাতিক সিরিজ। উইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা সফর ঘুরে এখন আবার ডিপিএল। এর পরেই আবার জিম্বাবুয়ে সিরিজ। তারপর আছে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া সিরিজ। কিন্তু টানা খেলার ধকল নিতে পারছেন না ক্রিকেটাররা। প্রিমিয়ার লিগে ইতোমধ্যেই ইনজুরিতে পড়েছে জাতীয় দলের ৪ ক্রিকেটার।

ক্রিকেটারদের ডিপিএল বন্ধ করলেই আসছে না কোনো সমাধান। কারণ, মাত্র দুই সপ্তাহের ব্যবধানেই জিম্বাবুয়েতে উড়াল দেবে দল। যদিও ইনজুরি নিয়ে শঙ্কা দেখছেন না বিসিবির চিকিৎসক। করোনা মহামারির মাঝে ক্রিকেটে যোগ হয়েছে নতুন এক উৎপাত। তা হলো-বায়োবাবল বা জৈব সুরক্ষা বলয়। অর্থাৎ, সিরিজ চলাকালীন স্বাভাবিক দুনিয়া থেকে আলাদা এক জীবনযাপন করতে হয় ক্রিকেটার থেকে শুরু করে ম্যাচ সংশ্লিষ্ট সবার।