English Version
আপডেট : ২১ জুন, ২০২১ ১১:৪৩

ব্রাজিলিয়ান ভক্তের কাণ্ডে আবেগাপ্লুত মেসি, দেখা করতে চাইলেন নিজে

অনলাইন ডেস্ক
ব্রাজিলিয়ান ভক্তের কাণ্ডে আবেগাপ্লুত মেসি, দেখা করতে চাইলেন নিজে

দুই হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা। টানা ত্রিশ ঘণ্টার তীব্র যন্ত্রণা সহ্য করে পিঠে এঁকেছেন নিজেদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দেশের তারকার ছবি! এমনটাই ঘটেছে সাম্বার দেশ ব্রাজিলে। স্পেনের সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার তারকা লিওনেল মেসির জার্সি খুলে দর্শকদের দেখানো সেই আইকনিক উদযাপনের ছবিটি নিজের পিঠে ট্যাটু করিয়েছেন ব্রাজিলিয়ান এক ভক্ত।

নিজের ভক্তের এই কাজ চোখে পড়েছে আর্জেন্টাইন তারকার। কাণ্ড দেখে আবেগাপ্লুত হয়ে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছিলেন সেই ভক্তের সাথে দেখা করতে চান তিনি। শেষ পর্যন্ত কথা রেখেছেন, দিয়েছেন অটোগ্রাফ। কথা বলেছেন নিজের সেই পাগল ভক্তের সাথে।

মেসির সেই উদযাপন

কোপা আমেরিকা খেলতে বর্তমানে ব্রাজিলে অবস্থান করছেন মেসি। ব্রাসিলিয়ায় গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। মঙ্গলবার (২২ জুন) বাংলাদেশ সময় ভোর ৬ টায় মাঠে গড়াবে। মানে গারিঞ্চা স্টেডিয়ামে নামার আগে অনুশীলন করছিলেন মেসি।

করোনা পরিস্থিতিতে মুখে মাস্ক পরে ওই ভক্তের সঙ্গে দেখা করেন ছয়বারের ব্যালন ডি’ অর জয়ী। কড়া নিরাপত্তার মধ্যে প্রিয় তারকাকে কাছ দেখে দেখার সুযোগ হয় অনেকের।

এর আড়ে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টেসের এক প্রতিবেদনে ভক্তের বিষয়টি তুলে ধরে। ইনস্টাগ্রামে তা দেখে মেসি নিজেই মন্তব্য করেছিলেন, নিজ চোখে দেখতে চান তিরি। তিনি বলেছিলেন, ‘অসাধারণ ট্যাটু। আমার পছন্দ হয়েছে। আমি দেখতে চাই আর স্বাক্ষর করতে চাই।’