English Version
আপডেট : ১৭ জুন, ২০২১ ১২:৩৮

যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব!

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব!

সম্প্রতি ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় ৩ ম্যাচের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ করে নিজ দল মোহামেডানে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে লিগ পর্বের শেষ ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে তার। তবে মাঠে নামার আগেই নতুন গুঞ্জন, সুপার লিগ না খেলেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দেশের সর্বকালের সেরা এই ক্রিকেটার।

মোহামেডানের এক সূত্র গণমাধ্যমকে জানায়, আসন্ন জিম্বাবুয়ে সিরিজের আগে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যেতে চান তিনি। আর এবারের ডিপিএলে মোহামেডানের সঙ্গে লিগ পর্ব পর্যন্তই চুক্তি ছিল সাকিবের। সেই চুক্তি আর বাড়াতে চান না টাইগার অলরাউন্ডার।

তবে সাকিবের থাকা না থাকার বিষয়টি পরিষ্কার করেননি মোহামডানের টিম ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন, ‘সাকিব যে আজ খেলছে এটি নিশ্চিত। এরপর আমাদের সুপার লিগ শুরু হচ্ছে। সেখানে থাকবে কিনা সেটি আমি বলতে পারছি না। ক্লাব কর্তৃপক্ষ দেখবে বিষয়টি। তার সঙ্গে কি ধরণের চুক্তি ছিল, সেটি ক্লাবই জানে। জাতীয় দলের খেলোয়াড়দের অনেক ইস্যু থাকে। তাদের ব্যস্ততা অনেক বেশি।’ এরই মধ্যে লিগ পর্ব শেষ করে সুপার লিগের টিকিট পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগামী ১৯ জুন শুরু হবে সুপার লিগের লড়াই।