English Version
আপডেট : ১৫ জুন, ২০২১ ১১:৫২

কোহলি না উইলিয়ামসন, কার হাতে উঠবে সাড়ে ১৩ কোটি টাকা?

অনলাইন ডেস্ক
কোহলি না উইলিয়ামসন, কার হাতে উঠবে সাড়ে ১৩ কোটি টাকা?

১৮ জুন সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালে বিরাট কোহলির ভারত মুখোমুখি হবে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের। প্রথম দল হিসাবে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব কার দখলে যাবে সেই নিয়ে ইতোমধ্যে আলাপ-আলোচনা, তর্ক-বিতর্ক তুঙ্গে। এর মধ্যে সোমবার (১৪ জুন) বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি ফাইনালের প্রাইজমানি ঘোষণা করেছেন।

টেস্টের সেরা নির্বাচিত হওয়া নিঃসন্দেহে বিশাল গর্বের বিষয়। তাই এই টুর্নামেন্ট জয়ের পুরস্কারমূল্যও টুর্নামেন্টের মান অনুযায়ী হবে বলেই সকলে আশা করেছিলেন। তাঁদের হতাশ না করে বিশাল প্রাইজমানির কথা জানানো হয়েছে আইসিসির পক্ষ থেকে।

আইসিসি এক বিবৃতিতে জানায়, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বহু প্রতীক্ষিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের বিজয়ী দল ১৬ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ কোটি ৫৬ লাখ) এবং আইসিস টেস্ট চ্যাম্পিয়নশিপের বিশেষ দন্ড (যা আগে বছর শেষে টেস্ট র‌্যাঙ্কিংয়ে একে থাকা দলকে দেওয়া হত) পুরস্কার হিসাবে পাবেন। অপরদিকে পরাজিত দল, নয় দলের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করার জন্য় এর অর্ধেক ৮ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি টাকা) পাবে।

তবে ফাইনাল যদি ড্র হয় তাহলে কী হবে? ড্র-র ক্ষেত্রে মোট পুরস্কার মূল্য সমানভাগে ভাগ করা হবে ও পরবর্তী চ্যাম্পিয়ন নির্ধারিত হওয়ার আগ পর্যন্ত ভাগাভাগি করে সমান সংখ্যক দিন ওই বিশেষ দন্ডটি নিজেদের কাছে দলগুলি রাখতে পারবেন বলে উক্ত বিবৃতিতে বলা হয়।

এর পাশাপাশি তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারী দল যথাক্রমে ৪.৫ লাখ, ৩.৫ লাখ এবং ২ লাখ মার্কিন ডলার করে পাবে। বাকি চার দলের প্রত্যেকে ১ লাখ মার্কিন ডলার পাবে। ২০১৯ সালে ১ আগস্ট থেকে এই দীর্ঘ টুর্নামেন্ট শুরু হয়। দুই বছরব্যাপী এ টুর্নামেন্ট টেস্ট ক্রিকেটকে নতুন মান দিয়েছে বলে দাবি করেছে আইসিসি।