English Version
আপডেট : ১২ জুন, ২০২১ ১২:০২

ডি ককের ছক্কার রেকর্ড ও ১৪১ রানের ঝড়ো ইনিংস, চাপে উইন্ডিজ

অনলাইন ডেস্ক
ডি ককের ছক্কার রেকর্ড ও ১৪১ রানের ঝড়ো ইনিংস, চাপে উইন্ডিজ

সর্বোচ্চ ৭ ছক্কা মারার রেকর্ড গড়লেন কুইন্টন ডি কক। দক্ষিণ আফ্রিকার হয়ে এক ইনিংসে এটিই সর্বোচ্চ ছক্কার রেকর্ড। সেই সঙ্গে তিনি খেলেছেন ক্যারিয়ার সেরা ১৪১ রানের ইনিংস।

তার অপরাজিত সেঞ্চুরির সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ৩২২ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ডি ককের আগে প্রোটিয়াদের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ৭ ছক্কা হাঁকানোর রেকর্ডটি ছিল এবি ডি ভিলিয়ার্সের। ২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই রেকর্ডটি গড়েছিলেন ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান।

অধিনায়কত্বকে বিদায় জানানোর পর নির্ভার ডি কক সেন্ট লুসিয়ার বোলিং সহায়ক উইকেটে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে তিনশ’ ছাড়ানো সংগ্রহ এনে দেয় সফরকারীদের। ৪ উইকেটে ১২৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা প্রোটিয়ারা থামে ৩২২ রানে। ডি কক ৪ এবং রসি ফন ডা ডুসেন ৩৪ রান নিয়ে দিন শুরু করেন।ডুসেন বিদায় নেন ফিফটি থেকে ৪ রান দূরে থাকতে। তবে কেমার রোচ-জেসন হোল্ডারদের সামলে লোয়ার অর্ডারদের নিয়ে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তোলে নেন ডি কক। তার ১৪১ (অপরাজিত) রানের ইনিংসটি সাজানো ছিল ১২ চার ও ৭ ছয়ে।

দ্বিতীয় দিনে দ্বিতীয় ইনিংস শুরু করে ফের ব্যাটিং ব্যর্থতায় পড়েছে উইন্ডিজ। ৮২ রানে দিন শেষ করার আগে ৪ উইকেট হারিয়ে ফেলেছে তারা। স্বাগতিকদের হয়ে তৃতীয় দিন শুরু করবেন রোস্টন চেজ ২১ ও জার্মেইন ব্ল্যাকউড ১০। দ.আফ্রিকার হয়ে ২টি করে উইকেট ভাগাভাগি করেছেন কাগিসো রাবাদা ও এনরিখ নর্তশে।

এর আগে ক্যারিবিয়ানরা অলআউট হয় ৯৭ রানে। ইনিংস ব্যবধানে পরাজয় এড়ানোর জন্য তাদের দরকার আরও ১৪৩ রান।