English Version
আপডেট : ১০ জুন, ২০২১ ১৬:৩৪

ডিপিএলের অষ্টম ও নবম রাউন্ডের সময়সূচি প্রকাশ

অনলাইন ডেস্ক
ডিপিএলের অষ্টম ও নবম রাউন্ডের সময়সূচি প্রকাশ

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অষ্টম ও নবম রাউন্ডের খেলার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।

আগামী ১৩ জুন অষ্টম রাউন্ডের খেলা ও ১৪ জুন নবম রাউন্ডের খেলা মাঠে গড়াবে। প্রতিদিন তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে মোট ছয়টি ম্যাচ। প্রথম তিনটি ম্যাচ সকাল ৯টায় ও দ্বিতীয় তিনটি ম্যাচ দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে।

আগামী ১৩ জুন সকাল ৯ টায় মিরপুরে প্রাইম দোলেশ্বর বনাম পারটেক্স, বিকেএসপির ৩ নম্বর মাঠে রূপগঞ্জ বনাম শেখ জামাল ও বিকেএসপির ৪ নম্বর মাঠে লড়বে মোহামেডান ও ওল্ড ডিওএইচএস। একই দিনে দুপুর দেড়টায় মিরপুরে আবাহনী বনাম প্রাইম ব্যাংক, বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর বনাম ব্রাদার্স ইউনিয়ন ও বিকেএসপির ৪ নম্বর মাঠে লড়বে গাজী গ্রুপ ও খেলাঘর।

আগামী ১৪ জুন সকাল ৯ টায় মিরপুরে শাইনপুকুর বনাম খেলাঘর, বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রাইম ব্যাংক বনাম ওল্ড ডিওএইচএস ও বিকেএসপির ৪ নম্বর মাঠে মুখোমুখি হবে রূপগঞ্জ ও প্রাইম দোলেশ্বর।

একই দিনে দুপুর দেড়টায় মিরপুরে আবাহনী বনাম শেখ জামাল, বিকেএসপির ৩ নম্বর মাঠে গাজী গ্রুপ বনাম পারটেক্স ও বিকেএসপির ৪ নম্বর মাঠে লড়বে মোহামেডান ও ব্রাদার্স ইউনিয়ন।