English Version
আপডেট : ১০ জুন, ২০২১ ১৫:৩১

৩ রানে জিতল প্রাইম ব্যাংক

অনলাইন ডেস্ক
৩ রানে জিতল প্রাইম ব্যাংক

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ৩ রানে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে জিতেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আজ বৃহস্পতিবার বিকেএসপির ৩ নম্বর মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।  

দল জেতায় হাঁপ ছেড়ে বেঁচেছেন রুবেল হোসেন। জাতীয় ক্রিকেট দলের এই পেসার শেষ ওভারে ৪ ছক্কা খেয়ে দলকে তো প্রায় হারিয়েই দিয়েছিলেন।

জয়ের জন্য প্রাইম দোলেশ্বরকে রুবেলের করা শেষ ওভারটি থেকে করতে হতো ৩১ রান। ব্যাটিং করছিলেন বোলার কামরুল ইসলাম। কিন্তু তিনিই রুবেলের ৬ বলের ৪টিতে মেরে দিলেন ছক্কা। ২৭ রান তুলে জয়ের দ্বারপ্রান্তেই দলকে নিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত জেতা হয়নি। এ জয়ে লিগে পয়েন্ট তালিকায় দোলেশ্বরকে সরিয়ে শীর্ষে উঠে এল প্রাইম ব্যাংক।