English Version
আপডেট : ১০ জুন, ২০২১ ১৫:০১

অশ্বিনকে নিয়ে বিরূপ মন্তব্য করে ফের বিতর্কে সঞ্জয় মাঞ্জরেকার

অনলাইন ডেস্ক
অশ্বিনকে নিয়ে বিরূপ মন্তব্য করে ফের বিতর্কে সঞ্জয় মাঞ্জরেকার

এবার রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে বিরূপ মন্তব্য করে ফের বিতর্কে জড়ালেন সঞ্জয় মাঞ্জরেকার। অশ্বিন নাকি কখনোই সর্বকালের সেরা নন। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে এমন কথাই বলেছিলেন মাঞ্জরেকার।

বিশেষজ্ঞরা মনে করেন, অশ্বিনকে সর্বকালের অন্যতম সেরা অফস্পিনার। তবে এতে একমত নন সঞ্জয় মাঞ্জরেকার। দেশের মাটিতেই রবিচন্দ্রন অশ্বিন দুর্দান্ত খেলেছেন। কিন্তু দেশের বাইরে ততটাও সফল নন বলে পরিসংখ্যান তুলে ধরেন মাঞ্জরেকার। তার মন্তব্যে ভারতীয় ক্রিকেটে শোরগোল পড়ে যায়। অনেকেই অশ্বিনের পাশে দাঁড়িয়েছেন।

সঞ্জয় মাঞ্জরেকারের বক্তব্যের প্রতিক্রিয়ায় অশ্বিন তামিল ভাষায় টুইটারে একটি মিম শেয়ার করেছেন। তাতে লেখা, ‘আপডি সোলাডা দা চারি, মানাসেল্লাম ভালিক্রিডু।’ যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, ‘এমন কিছু বলবেন না, যাতে আঘাত লাগে।’