English Version
আপডেট : ৮ জুন, ২০২১ ১১:২২

ডব্লিউটিসি'র ফাইনালে ভারতকে কিছুটা পিছিয়েই রাখছেন যুবরাজ

অনলাইন ডেস্ক
ডব্লিউটিসি'র ফাইনালে ভারতকে কিছুটা পিছিয়েই রাখছেন যুবরাজ

আর মাত্র কয়েক দিন পরেই ইংল্যান্ডের সাউদাম্পটনের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। দুই দল ইতোমধ্যেই ইংল্যান্ড পৌছে গেছে। নিউজিল্যান্ড ব্যস্ত জো রুটদের বিরুদ্ধে সিরিজ খেলতে। অপরদিকে হোটেলে কোয়ারেন্টিনে সময় কাটাচ্ছেন কোহলিরা।

এই অবস্থায় শিরোপা জয়ের লড়াইয়ে কোন দল এগিয়ে বা কোন দল পিছিয়ে, তা নিয়ে নানা মুণির নানা মত রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কোহলি বাহিনীকে কিছুটা পিছিয়েই রাখছেন ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং।

২০১১ ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক যুবরাজ সিং কেন একটু হলেও কোহলিদের পিছিয়ে রাখছেন? তার কারণ হিসেবে যুবি বলছেন, ‘একটি ম্যাচের ফাইনাল যখন হচ্ছে, তখন একটা খারাপ সেশন মানেই ফাইনাল হাতছাড়া হতে পারে। তাছাড়া ইংল্যান্ডের মাটিতে রুটদের বিরুদ্ধে দু'টি টেস্ট খেলে ২২ গজে ভারতের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে এগিয়ে থাকবেন উইলিয়ামসনরা।’ যুবরাজ সিং মনে করেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ৩ ম্যাচের সিরিজ হিসেবে করা উচিত ছিল।

যুবরাজ বলেছেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ৩ টেস্ট ম্যাচের একটা সিরিজ হওয়া উচিত ছিল। প্রথমটায় যে দল হারুক না কেন ,পরের দুটোয় কামব্যাক করার সুযোগ তাদের কাছে থাকত। ইংল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলে ফাইনালে নামবে নিউজিল্যান্ড। তাই একটু হলেও পিছিয়ে থাকবে ভারত। কারণ পরিবেশ, পরিস্থিতির সঙ্গে আগে ভাগেই অনেকটা খাপ খাইয়ে নেওয়ার সময় পেয়ে গেছেন কিউই ক্রিকেটাররা। ৮ থেকে ১০টি প্র্যাক্টিস সেশন করা যেতেই পারে। তবে ম্যাচ অনুশীলনের বিকল্প কিছু নেই। যদিও বিদেশে টেস্ট সিরিজ জেতায় ভারত মানসিকভাবে অনেকটা শক্তিশালী এখন। ভারতের ব্যাটিং ওদের চেয়ে শক্তিশালী হলেও ওদের বোলিং কিছুটা হলেও এগিয়ে থাকবে।’

ইংর‍্যান্ডের মাটিতে আগেভাগে গিয়ে দুটো টেস্ট খেলে নিজেদের অনেকটাই মানিয়ে নিয়েছে নিউজিল্যান্ড। ফাইনালে কিছুটা বাড়তি সুবিধা পাবেন উইলিয়ামসনরা। তবে বর্তমানে আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছে টিম ইন্ডিয়া। শেষ কয়েক বছর ধরে লাল বলের ফর্ম্যাটে বিরাট কোহলি শিবির দুর্দান্ত পারফরম্যান্স করেছে। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হবে তাতে কোন সন্দেহ নেই।