English Version
আপডেট : ৭ জুন, ২০২১ ১১:১৩

মুখোমুখি বেলজিয়াম-ক্রোয়েশিয়া

অনলাইন ডেস্ক
মুখোমুখি বেলজিয়াম-ক্রোয়েশিয়া

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ রাতে মাঠে নামবে দুই ইউরোপিয়ান জায়ান্ট। নিজেদের মাঠে ফিফা রেংকিংয়ের টপার বেলজিয়াম আতিথ্য দেবে গেল বিশ্বকাপের রানারআপ ক্রোয়েশিয়াকে। কিং বেদোয়ান স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত পৌনে ১টায়।

ইউরো চ্যাম্পিয়নশীপ শুরুর আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নিজেদের ঝালাই করে নিচ্ছে দলগুলো। তারই অংশ হিসেবে রাতে মুখোমুখি হবে গেল ক্রোয়েশিয়া ও বেলজিয়াম।

রাশিয়া বিশ্বকাপে তৃতীয় হওয়ার পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ২২টি ম্যাচ খেলেছে বেলজিয়াম। ১৮টি জয়ের পাশাপাশি ড্র তিনটিতে, হেরেছে মোটে একটি ম্যাচ।অন্যদিকে, এই সময়ে ২৬টি ম্যাচ খেলেছে ক্রোয়েশিয়া। তাতে জয় ১১টিতে, হেরেছে ১০টি ম্যাচ। হেড টু হেডে ক্রোয়েশিয়া এগিয়ে থাকলেও বেলজিয়ামের সাম্প্রতিক পারফরমেন্সের কাছে ম্লান তারা