English Version
আপডেট : ৫ জুন, ২০২১ ১২:৩৭

ইতালির বড় জয়

অনলাইন ডেস্ক
ইতালির বড় জয়

দুর্দান্ত ফর্মে থাকা ইতালির সামনে দাঁড়াতেই পারল না চেক রিপাবলিক। অনায়াস জয় দিয়ে ইউরো ২০২০ আসরের প্রস্তুতি সারল রবের্তো মানচিনির দল।

বোলোনিয়ায় শুক্রবার রাতে প্রস্তুতি ম্যাচে ৪-০ গোলে জিতেছে ইতালি। চিরো ইম্মোবিলে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন নিকোলো বারেল্লা। দ্বিতীয়ার্ধে লরেন্সো ইনসিনিয়ে ব্যবধান বাড়ানোর পর বদলি নেমে জালের দেখা পান দোমেনিকো বেরার্দি।  

টানা আট জয় দিয়ে ইউরোয় খেলতে যাচ্ছে ইতালি। গত শুক্রবার আগের ম্যাচে স্যান ম্যারিনোকে ৭-০ গোলে হারিয়েছিল দলটি।আগামী শুক্রবার তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো অভিযান শুরু করবে ইতালি। এই দুই দলের সঙ্গে ‘এ’ গ্রুপে আছে ওয়েলস ও সুইজারল্যান্ড।

অন্যদিকে, ইউরোপ সেরার মঞ্চে আগামী ১৩ জুন নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে চেক রিপাবলিক। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও ইংল্যান্ড।