English Version
আপডেট : ৩ জুন, ২০২১ ১৪:০২

রুপগঞ্জের বিপক্ষে ব্রাদার্সের দাপুটে জয়

অনলাইন ডেস্ক
রুপগঞ্জের বিপক্ষে ব্রাদার্সের দাপুটে জয়

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের খেলায় ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক মিজানুর রহমানের ঝড়ো ইনিংসে উড়ে গেছে নাঈম ইসলামের লেজেন্ডস অব রুপগঞ্জ। মাত্র ১১১ রানের পুঁজি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি রুপগঞ্জ। ম্যাচে ৮ উইকেটের সহজ জয় নিয়ে মাঠে ছেড়েছে ব্রাদার্স।

মিজান খেলেছেন ৫২ বলে ৭৪ রানের হার না মানা ইনিংস। আর সেই আক্রমণাত্মক ইনিংসে ভর করেই ২৭ বল আগে জয় নিশ্চিত করে ব্রাদার্স। চলতি আসরে এটিই তাদের প্রথম জয়। গত ৩১ মে লিগের প্রথম দিন বৃষ্টিতে ভেসে গিয়েছিল ব্রাদার্সের প্রথম রাউন্ডের ম্যাচ।

জয় থেকে ৬ রান দূরে থাকতে পেসার মোহাম্মদ শহীদের বলে তুলে মারতে গিয়ে ক্যাচ তুলে বিদায় নেন মিজান। এর আগে জুনায়েদ সিদ্দিকীর সঙ্গে মিলে প্রথম উইকেটে ৫৩ রানের পার্টনারশিপ গড়ে ব্রাদার্সকে জয়ের পথে এগিয়ে দেন তিনি।