English Version
আপডেট : ৩ জুন, ২০২১ ১১:৩৯

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ

বাংলাদেশের ২০২২ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আজ বৃহস্পতিবার (৩ জুন) মাঠে নামছে বাংলাদেশ। কাতারের দোহায় আফগানিস্তান ফুটবল দলের বিপক্ষে খেলতে নামবে জামাল ভুঁইয়ার দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ৫ ম্যাচে মাত্র ১ পয়েন্ট বাংলাদেশের।

বাংলাদেশের ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপ বাছাই শুরু হয়েছিল আফগানিস্তানের বিপক্ষে খেলে। বাছাইয়ের পাঁচটি ম্যাচ খেলে মাত্র এক পয়েন্ট নিয়ে আবারও আফগানদের মুখোমুখি হচ্ছে লাল-সবুজ জার্সিধারীরা। তাই তাজিকিস্তানের দুশানবেতে সবশেষ হারের শোধ কাতারের দোহায় নেওয়ার অপেক্ষায় জামাল ভূঁইয়ারা।

এই বাছাইপর্বের গত দুই ম্যাচেও বাংলাদেশ হেরেছে বড় ব্যবধানে। ওমানের কাছে ৪-১ আর কাতারের বিপক্ষে ৫-০ গোলের তিক্ত পরাজয়। এই দুটি ছাড়া অন্য তিন ম্যাচেই বাংলাদেশের পারফরম্যান্স ভালোই ছিল বলা যায়। আফগানদের বিপক্ষে প্রথম দেখায় ২৭ মিনিটে একমাত্র গোল খাওয়ার পর অগণিত সুযোগ তারা নষ্ট করেছিল। কাতারের বিপক্ষে ঘরের মাঠে ২-০ গোলে হারলেও ইতিবাচক লড়াই ছিল লক্ষণীয়। আর ভারতের সঙ্গে তো এগিয়ে গিয়েও ১-১ গোলে করেছিল ড্র। ওই একটিই পয়েন্ট।

চলতি মাসে আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে সবগুলো ম্যাচই বাংলাদেশের আয়োজন করার কথা। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে তা চলে গেছে বিশ্বকাপের মূল ভেন্যু কাতারে। সেখানেই বৃহস্পতিবার (৩ জুন) দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। রাত ৮টায় হতে যাওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে দেশের চ্যানেল টি স্পোর্টস ও গাজী টিভি।