English Version
আপডেট : ২ জুন, ২০২১ ১৭:১৩

ইউরোর দল ঘোষণা ইতালির

অনলাইন ডেস্ক
ইউরোর দল ঘোষণা ইতালির

ইউরো ফুটবলের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ইতালি। এবারের ইউয়েফা ২৬ জনকে দলে রাখার অনুমতি দিয়েছে। সেই সুযোগটা কাজেও লাগিয়েছে ফুটবল জায়ান্টরা।

ইতালি স্কোয়াড:

ফরোয়ার্ড: আন্দ্রেয়া বেলোত্তি, ডমেনিকো বেরার্দি, ফেদেরিকো বার্নাদেস্কি, ফেদেরিকো কিয়েসা, চিরে ইস্মোবিলে, লরেঞ্জা ইনসিনিয়ে ও জিয়াকোমো রাম্পাদিরো। মিড ফিল্ডার: নিকোলো বারেল্লা, ব্রায়ান ক্রিস্তান্তে, জর্জিনহো, ম্যুানুয়েল লোকোতেল্লি, লরেঞ্জা পেল্লেগ্রিনি, স্তেফানো সেন্সি ও মার্কো ভেরাত্তি। 

ডিফেন্ডার: ফ্রান্সোসকো আচেরবি, আলসান্দ্রো বাস্তোনি, লিওনার্দো বনুচ্চি, জর্জো কিয়েলিনি, জিওভান্নি ডি লারেঞ্জা, এমারসন পালমিয়েরি, আলসান্দ্রো ফে্লারেঞিজ, লিওনার্দো স্পিনাজ্জেলা ও রায়ালের তোলোই। 

গোল রক্ষক: জিয়ানলুইজি ডোনারুমা, আলেক্স মেরেত ও সালভাতোরে সিরিগুভ।