English Version
আপডেট : ২ জুন, ২০২১ ১৩:৫৩

তিনি ফুটবলের উইলিয়ামসন, যাকে কেউ অপছন্দ করতে পারে না

অনলাইন ডেস্ক
তিনি ফুটবলের উইলিয়ামসন, যাকে কেউ অপছন্দ করতে পারে না

ম্যানচেস্টার সিটিকে হারিয়ে কদিন আগেই ইউরোপ সেরা হয়েছে ইংলিশ ক্লাব চেলসি। দলকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ফরাসি তারকা এনগলো কন্তের। শান্ত ও নম্র স্বভাবের জন্য আলাদাভাকে পরিচিত কন্তে। নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে মিলে যায় তার আচরণ।

উইলিয়ামসন একজন নিপাট ভদ্রলোক। মাঠ ও মাঠের বাইরে তার কোনো শত্রু আছে বলে মনে হয়না। সুপার ওভারের বিতর্কিত নিয়মে বিশ্বকাপ ফাইনালে হারার পরও মাথা ঠাণ্ডা ছিল উইলিয়ামসনের, ছিল মুখে হাসিও। আবেগ যেন তাকে ছুঁতে পারে না!

ঠিক এমনই স্বভাবের মানুষ কন্তেও। শান্ত স্বভাবের কন্তেকেও আবেগ স্পর্শ করতে পারে না। চ্যাম্পিয়নস লিগ জেতার পর চেলসির সবাই ট্রফিতে চুমো খেলেও চুমো খাননি ম্যাচসেরা এনগালো কন্তে। এর আগে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ের পরও ট্রফি হাতে তেমন উল্লাস করেননি কান্তে!

উইলিয়ামসনের ও কন্তের মাঝে মিল খুঁজে পেয়েছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরাইজ শামসি। সম্প্রতি টুইটারে বিশ্বসেরা টি-টোয়েন্টি বোলার লিখেন, ‘তিনি ফুটবলের কেন উইলিয়ামসন। তাকে কেউ কখনো অপছন্দ করতে পারে না।’