English Version
আপডেট : ১ জুন, ২০২১ ১৬:০১

আইপিএলের বাকি অংশে সাকিব-মুস্তাফিজের খেলা নিয়ে শঙ্কা

অনলাইন ডেস্ক
আইপিএলের বাকি অংশে সাকিব-মুস্তাফিজের খেলা নিয়ে শঙ্কা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অবশিষ্ট অংশ অনুষ্ঠিত হবে আরব আমিরাতে। সবকিছু ঠিক থাকলে এই টুর্নামেন্টের বাকি ৩১ ম্যাচ শুরু হতে পারে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে। যদিও আরব আমিরাত পর্বে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, 'আন্তর্জাতিক ক্রিকেটের দায়বদ্ধতার কথা চিন্তা করলে তাদের এনওসি দেয়া প্রায় অসম্ভব। তাদের এনওসি দেয়ার কোনো সম্ভাবনা দেখছি না আমি। সামনে আমাদের বিশ্বকাপ আছে এবং প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।'

সম্পর্কিত খবরটিকা নিলেই মিলবে আইপিএলের টিকিটএখনো সিদ্ধান্ত নেননি কামিন্স!মুস্তাফিজ-নাঈমের বোলিং ঝলকআইপিএলের এবারের আসরে সাকিব খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আর রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন মুস্তাফিজ। সাকিব মাত্র তিনটি ম্যাচে মাঠে নামলেও মুস্তাফিজ খেলেছেন রাজস্থানের ৭ ম্যাচেই। করোনার কারণে আইপিএল স্থগিতের পর দেশে ফিরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছেন দুজনই। আগামী আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এ কারণেই সাকিব-মুস্তাফিজদের আইপিএলে খেলা প্রায় অনিশ্চিত।