English Version
আপডেট : ২৯ মে, ২০২১ ১২:৩০

সাকিবের 'হতাশাজনক' পারফরম্যান্স নিয়ে চিন্তিত নন পাপন

অনলাইন ডেস্ক
সাকিবের 'হতাশাজনক' পারফরম্যান্স নিয়ে চিন্তিত নন পাপন

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে নামের সুবিচার করতে পারেননি। তিন ম্যাচে ব্যাট হাতে সাকিব করেছেন যথাক্রমে ১৫, ০ ও ৪ আর বল হাতে উইকেট পেয়েছেন মাত্র ৩টি। সাকিবের এমন হতাশাজনক পারফরম্যান্স নিয়ে মন্তব্য করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

গতকাল শুক্রবার (২৮ মে) ম্যাচ শেষে বিসিবি সভাপতি বলেন, সাকিবকে নিয়ে মন্তব্য করার কোনো কারণ নেই। তাকে নিয়ে আমি মোটেই চিন্তিত নই। কারণ সাকিব অবশ্যই আমাদের সেরা অলরাউন্ডার। তার সামর্থ্য নিয়েও আমাদের কারও কোনো চিন্তাভাবনা বা দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা নয়। এখন হয়তো সে নিজেকে ফিরে পাচ্ছে না। কিন্তু অবশ্যই সে কামব্যাক করবে। এটাতে কোনো সন্দেহ নেই।