English Version
আপডেট : ২২ মে, ২০২১ ১৪:০২

সাকিব-মুস্তাফিজকে দলে পেতে চান মিলার

অনলাইন ডেস্ক
সাকিব-মুস্তাফিজকে দলে পেতে চান মিলার

আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে সুনাম কুড়িয়েছেন সাকিব আল হাসান। বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এদিকে দারুণভাবে ক্যারিয়ার শুরু করা মুস্তাফিজুর রহমানও নিজেকে আন্তর্জাতিক অঙ্গনে বেশ নাম কুড়িয়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে খেলেছেন বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টও। বিশ্বের কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে কাউকে নেয়ার সুযোগ থাকলে শুরুতে সাকিবকে দলে নেবেন ডেভিড মিলার। অলরাউন্ডার হওয়ায় তাঁকে নেয়ার আগ্রহ দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকার মারকুটে এই ব্যাটসম্যান।

ক্রিকফ্রেঞ্জির লাইভে তাঁকে প্রশ্ন ছুঁড়ে দেয়া হয়েছিল যে, মনে করুন বিশ্বের কোন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে আপনি একটি দলের মালিক। যেখানে দল গঠনে শর্ত জুড়ে দেয়া হয়েছে বিশ্বের প্রত্যেক দল থেকে একজন করে ক্রিকেটার নিতে পারবেন। সেক্ষেত্রে বাংলাদেশ থেকে আপনি কাকে দলে নেবেন। এ প্রশ্নের জবাবে মিলার বলেন, ‘সম্ভবত আমি সাকিব আল হাসানকে দলে নিতে চাইবো। অলরাউন্ডার হিসেবে সে ভালো একটা অপশন হবে। ব্যাটিং-বোলিং ও ফিল্ডিংয়ে ভালো হবে।’

বাংলাদেশ থেকে দুজনকে দলে নেয়ার সুযোগ থাকলে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে মুস্তাফিজকে দলে নেবেন মিলার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে খেলার কারণে বাঁহাতি এই পেসারকে দলে নিতে চান তিনি। আইপিএলের এবারের আসরে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন তাঁরা দুজন। বাংলাদেশ থেকে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে মুস্তাফিজকে নেয়া প্রসঙ্গে মিলার বলেন, ‘দ্বিতীয় কাউকে নেয়ার সুযোগ থাকলে আমি মুস্তাফিজুর রহমানকে দলে নেব। কারণ ইতোমধ্যে তার সঙ্গে আমি খেলেছি।’