English Version
আপডেট : ১৭ মে, ২০২১ ১৪:২৬

শ্রীলঙ্কার বিপক্ষে অনিশ্চিত রুবেল-হাসান

অনলাইন ডেস্ক
শ্রীলঙ্কার বিপক্ষে অনিশ্চিত রুবেল-হাসান

বাংলাদেশ-শ্রীলঙ্কা মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আগামী ২৩ মে থেকে। কিন্তু ইনজুরির কারণে এই সিরিজে অনিশ্চিত দুই টাইগার পেসার রুবেল হোসেন ও হাসান মাহমুদ।

কোমড়ের ব্যাথায় ভুগছেন রুবেল। অন্যদিকে পিঠের চোটে ভুগছেন হাসান। চোটের কারণে এখনও তারা অনুশীলনে যোগ দিতে পারেননি। এর ফলে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড থেকেও বাদ পড়েছেন তারা।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দলে ছিলেন না রুবেল ও হাসান। যার ফলে দেশে থাকা প্রাথমিক স্কোয়াডের বাকি ক্রিকেটাররা অনুশীলন শুরু করে দেন। কিন্তু অনুশীলনে যোগ দিতে পারেননি রুবেল ও হাসান। ইনজুরি কাটিয়ে এখনও সুস্থ না হওয়ায় মাঠের বাইরে আছেন তারা। তাই আসন্ন সিরিজে স্কোয়াডের বাইরে রাখা হচ্ছে তাদের।

আগামী ২৩ মে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ মে ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ মে। সবগুলো ম্যাচ মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।